×

জাতীয়

বেতাগীতে লবণ কেনার হিড়িক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯, ০৬:৪১ পিএম

বেতাগীতে লবণ কেনার হিড়িক
বেতাগীতে লবণ কেনার হিড়িক
পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর বেতাগী থেকে হঠাৎ উধাও হয়ে গিয়েছিল পেঁয়াজ। পেঁয়াজের অস্থিরতার মধ্যেই লবণের মূল্য বেড়ে যাওয়ার গুজব ছড়িয়ে পড়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বেতাগীতে গুজবের কারণে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকেই লবণের বেশ চাহিদা দেখা যায়। পৌর শহরে গুজব ছড়িয়ে পড়লে দোকানগুলোতে পড়ে লবণ কেনার হিড়িক। মঙ্গলবার দুপুরে পৌর শহরের বাজারে গিয়ে দেখা যায়, মেসার্স কাওছার স্টোর, তৈয়ব আলী স্টোর, মাতৃ ট্রেডার্স সহ বিভিন্ন দোকানে ক্রেতাদের লম্বা লাইন।মতৃ ট্রেডার্সে গিয়ে জানা যায় দোকানদার নিতাই চন্দ্র দাশ সকাল থেকে দুই মণ লবণ বিক্রি করেছেন। লবণ ক্রয়ের সময় আব্দুর রব নামে এক ক্রেতা বলেন, পেঁয়াজের মত লবণের দাম বৃদ্ধি পাবে এমন সংবাদ শুনে সে উপজেলার কাইয়লকাটা থেকে এসে ২ মণ লবণ ক্রয় করে নিয়ে যান। পৌরসভার ৮নং ওয়ার্ডের ক্রেতা রুস্তম আলী ৩০ প্যাকেট লবণ ক্রয় করে নিয়ে যাওয়ার সময় বলেন, লবণের দাম বেড়ে যাওয়ার আগেই পর্যাপ্ত লবণ কিনে নিয়ে যাচ্ছি। এদিকে গুজবের খবর পেয়ে বিকেল ৪টায় বাজার পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব আহসান। এ সময় তিনি উপজেলার মায়ারহাট থেকে আগত ক্রেতা এসাহাক কে মাতৃ ট্রেডার্স থেকে ৩ শত কেজি লবণ ক্রয় করে নিয়ে যাওয়ার সময় আটক করেন। পরে লবণ ফেরত নিয়ে এসাহাককে ছেড়ে দেওয়া দেন। উপজেলা নির্বাহী অফিসার রাজীব আহসান বলেন, গুজবের কথা শুনে সরেজমিনে বাজার মনিটরিংয়ে এসেছি। লবণের কৃত্রিম সংকট যাতে কেউ তৈরী করতে না পারে এব্যাপারে প্রশাসন সতর্ক রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দোকানগুলোকে প্রতি ক্রেতাকে এক কেজির বেশি লবণ না দিতে নির্দেশ দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App