×

জাতীয়

বিদ্যুৎ বিভাগের ৩৮০ টি গাড়ি চালায় কারা ?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯, ০৯:১৭ পিএম

বিদ্যুৎ বিভাগের ৩৮০ টি গাড়ি চালায় কারা ?

বিদ্যুৎ বিভাগের অধীনস্থ প্রতিষ্ঠানসমূহে কেনা গাড়ীর সংখ্যা ৩৮০টি। প্রকল্পশেষে এসব গাড়ি কারা কিভাবে ব্যবহার করছে তা খতিয়ে দেখার নির্দেশনা দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এমন নির্দেশনা দিয়ে এসব যানবাহন ব্যবহারের ক্ষেত্রে অনিয়ম দেখা গেলে দায়ী কর্মকর্তাদের চিহ্নিত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটি মেয়াদোত্তীর্ন প্রকল্পের যানবাহন নিয়মানুযায়ী ব্যবহার করা হচ্ছে কিনা তা তদন্ত করে আগামী বছরের ৩০ জানুয়ারী মধ্যে একটি প্রতিবেদন দেবার জন্য আবু জাহিরকে আহবায়ক এবং আছলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম এবং বেগম নার্গিস রহমানকে সদস্য করে চার সদস্য বিশিষ্ট একটি সংসদীয় সাব-কমিটি গঠন করেছে।

বৈঠক সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট বিভাগের আটটি প্রতিষ্ঠানের ৫৪টি সমাপ্ত প্রকল্পের মোটর সাইকেলসহ গাড়ীর সংখ্যা ৩৮০টি। বর্তমানে এগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিভিন্ন দফতরে যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে মর্মে কমিটিকে অবহিত করা হয়।

/এসএইচ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App