×

জাতীয়

দুই সিটি ভোটের বিরোধিতায় ৩৬ কাউন্সিলর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯, ০৫:১১ পিএম

দুই সিটি ভোটের বিরোধিতায় ৩৬ কাউন্সিলর

 ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন জানুয়ারিতে করার বিরোধিতা করে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জানিয়েছেন দুই সিটিতে নতুন যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডের কাউন্সিলর। সোমবার (১৮ নভেম্বর) কমিশনে আবেদন জানিয়ে এ ধরনের চিঠি দিয়েছেন তারা। তাদের দাবি নির্বাচিত হওয়ার পর নিজ এলাকার উন্নয়নের জন্য এক বছরও সময় পাননি। অথচ একজন কাউন্সিলর ৫ বছরের জন্য নির্বাচিত হন।

মঙ্গলবার ( ১৯ নভেম্বর) ইসির নির্বাচন পরিচালনা শাখা সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটির উপনির্বাচনের সঙ্গে প্রথমবারের মতো সম্প্রসারিত ৩৬ ওয়ার্ডে নির্বাচন হয়।

এ বিষয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, সিটি কর্পোরেশন হলো একটি পরিষদ। এটি ভেঙে দিলে পুরোটাই দিতে হয়। নতুন সম্প্রসারিত ওয়ার্ডগুলো সিটি করপোরেশনের অংশ। মেয়র নির্বাচনে এ ওয়ার্ডগুলো ছাড়া নির্বাচন কীভাবে হবে! সেক্ষেত্রে এক সঙ্গে নির্বাচন করতে হবে। নিয়মানুয়ায়ী, মেয়াদ শেষের ৯০ দিনের মধ্যে দুই সিটির নির্বাচন করতে বাধ্যবাধকতা রয়েছে ইসির।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ এপ্রিল একই দিনে ঢাকা দু সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর উত্তর সিটিতে প্রথম সভা বসেছিল সে বছরের ১৪ মে। সে হিসাবে ১৩ মে ২০২০ চলতি মেয়াদ শেষ হবে। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রথম সভা বসেছিল ১৭ মে। সে হিসাবে মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৬ মে । নির্বাচনী আইন অনুযায়ী, ১৮০ দিন পূর্বে যেকোনো সময় নির্বাচন করতে হবে। সে হিসাবে ২০১৯ সালের ১৫ নভেম্বর থেকে ২০২০ সালের ১৩ মে মধ্যে ভোটগ্রহণ করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App