×

জাতীয়

ট্রাক-কাভার্ডভ্যানের কর্মবিরতি কাল থেকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯, ১২:১০ পিএম

ট্রাক-কাভার্ডভ্যানের কর্মবিরতি কাল থেকে
ট্রাক-কাভার্ডভ্যানের কর্মবিরতি কাল থেকে

সড়ক পরিবহন আইন স্থগিতসহ ৯ দফা দাবিতে আগামীকাল বুধবার (২০ নভেম্বর) ভোর ৬ টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ঐক্য পরিষদ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় তেজগাঁও ট্রাক টার্মিনালে এক সংবাদ সম্মেলনে এ কর্মবিরতি ঘোষণা দেয়া হয়।

বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির মো. তোফাজ্জেল হোসেন জানান, নতুন সড়ক পরিবহন আইন স্থগিতসহ ৯ দফা দাবিতে তাদের এ কর্মসূচি। দাবি মানা পর্যন্ত এ ধর্মঘট চলবে। ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মো. রুস্তম আলী খান বলেন, নতুন আইনের কিছু বিষয় নিয়ে আমরা বিভিন্ন সময় দাবি জানিয়েছি। কিন্তু সরকার আশ্বস্ত করলেও পরে সেগুলো বাস্তবায়ন করেনি। এ আইন স্থগিত করে মালিক-শ্রমিকদের আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে জরিমানার বিধান ও দণ্ড দিয়ে বাস্তবসম্মত আইন প্রণয়ন করতে হবে। সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব তাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মকবুল আহমদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক তালুকদার মো. মনিরসহ পরিবহন মালিক-শ্রমিকরা উপস্থিত ছিলেন। গত ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App