×

অর্থনীতি

ছয় মাসের লবণ মজুদ, তবুও গুজব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯, ০৬:৫২ পিএম

ছয় মাসের লবণ মজুদ, তবুও গুজব
ছয় মাসের লবণ মজুদ, তবুও গুজব
দেশে প্রতিমাসে ভোজ্য লবণের চাহিদা এক লাখ টনের মতো। তবে দেশে বর্তমানে লবণের মজুদের পরিমাণ সাড়ে ৬ লাখ টন। এর মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামের লবণ চাষিদের কাছে মজুদ আছে ৪ লাখ ৫ হাজার টন। আর বিভিন্ন মিলের গুদামে গচ্ছিত আছে ২ লাখ ৪৫ হাজার টন। এছাড়াও শিল্প মন্ত্রণালয়ের হিসেবে, সারাদেশে বিভিন্ন কোম্পানির ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছেও যথেষ্ট মজুদ আছে লবণের। পাশাপাশি চলতি নভেম্বর থেকেই শুরু হয়েছে লবণ উৎপাদন মওসুম। ইতোমধ্যে কক্সবাজারের কুতুবদিয়া ও মহেশখালীতে উৎপাদিত নতুন লবণও বাজারে আসতে শুরু করেছে। শিল্পমন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছে, একটি স্বার্থান্বেষী মহল লবণের সংকটের কথা বলে গুজব ছড়িয়ে দিচ্ছে। তারা বেশি মুনাফার আশায় লবণের দাম অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরণের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য মন্ত্রণালয় থেকে আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে বলা হচ্ছে, লবণ চাষীদের অক্লান্ত পরিশ্রম ও সরকারের সার্বিক সহায়তার ফলে লবণ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে। চলতি ২০১৮-১৯ অর্থ বছরের লবণ মৌসুমে লক্ষ্য মাত্রার চেয়ে বেশি রেকর্ড পরিমাণ ১৮ দশমিক ২৪ লাখ টন লবণ উৎপাদিত হয়েছে। ১৫ নভেম্বর পর্যন্ত দেশে লবণের মজুদ সাড়ে ৬ লাখ টন। পেঁয়াজের পর এবার লবণের গুজব ছড়িয়ে অসাধু চক্র মুনাফা হাতিয়ে নেয়ার অপচেষ্টা করছেন বলেও সতর্ক করা হয়েছে বিসিক থেকে। লবণ সংক্রান্ত বিষয়ে তদারকির জন্য ইতোমধ্যে কন্ট্রোল রুমও খোলা হয়েছে। তাছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে ক্রেতা বিক্রেতা ও সাধারণ মানুষকে সতর্ক করতে মাইকিংও করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App