×

সাহিত্য

গ্যালারির দেয়ালজুড়ে সরল সৌন্দর্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯, ০৯:৪৯ পিএম

গ্যালারির দেয়ালজুড়ে সরল সৌন্দর্য
গ্যালারির দেয়ালজুড়ে সরল সৌন্দর্য
গ্যালারির দেয়ালজুড়ে সরল সৌন্দর্য
গ্যালারির দেয়ালজুড়ে সরল সৌন্দর্য
গ্যালারির দেয়ালজুড়ে শোভা পাচ্ছিল সরল সৌন্দর্য। এর একেকটি ছবিতে গল্পের বিস্তর বর্ণনা আবার নেহাতই ব্যক্তিগত কাব্যের বিমূর্ততা। কারো কারো ক্যানভাসে ছিল শুধু বিমূর্ত ও অবয়বি প্রকাশে নিসর্গ। তবে নানা বুনট বর্ণের মিশ্রণে করা কাজগুলোর বেশির ভাগই পূর্ণ বিমূর্ত হলেও তাতে দেখা গেছে নানা প্রতীকের উপস্থিতিও। এসবের পাশাপাশি ছিল জলরঙ, এক্রিলিক, তেলরঙ, দারুশিল্প, মিশ্র মাধ্যম। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে আঁলিয়স ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে ‘ওডস অ্যান্ড এন্ড’ বা টুকিটাকি শীর্ষক একক চিত্র প্রদর্শনীতে এমনসব ছবির দেখা মেলে। প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক বিশিষ্ট চিত্রশিল্পী অধ্যাপক জামাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস এন্ড জাস্টিস এর নির্বাহী পরিচালক মঞ্জুর হাসান। প্রদর্শনীতে অংশ নেয়া শিল্পীরা হলেন- শাকিল মজুমদার, আফিয়া অরিন, অজয় স্যান্নাল, শিপ্রা বিশ্বাস, পূর্ণিয়া মৃত্তিকা, রনি মন্ডল এবং আনিকা তাসনিম অনুপ। বক্তারা বলেন, সমাজে শিল্পীর ভূমিকা পর্বতপ্রমাণ গুরুত্ববহ। সমাজচেতনাকে আলোকিত করার ক্ষেত্রে শিল্পচর্চার সত্যিই কোনো বিকল্প নেই। সামাজিক চেতনা গড়ে ওঠে বহুমাত্রিক দৃষ্টিকোণ, প্রয়োজন, চাহিদা ও গুরুত্বের সংমিশ্রণে, আর কখনও কখনও তা কুসংস্কারের এমন জগদ্দল পাথরের দেয়ালে পরিণত হয় যে, একমাত্র শিল্পচর্চাই পারে তা বিদীর্ণ করতে। প্রদর্শনীটি চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটির দ্বার খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App