×

আন্তর্জাতিক

তারা অন্ধ নন, এটা প্রতিবাদের ভাষা

Icon

nakib

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯, ০৩:২১ পিএম

তারা অন্ধ নন, এটা প্রতিবাদের ভাষা
তারা অন্ধ নন, এটা প্রতিবাদের ভাষা
তারা অন্ধ নন, এটা প্রতিবাদের ভাষা
তারা অন্ধ নন, এটা প্রতিবাদের ভাষা
তারা অন্ধ নন, এটা প্রতিবাদের ভাষা
তারা অন্ধ নন, এটা প্রতিবাদের ভাষা
তারা অন্ধ নন, এটা প্রতিবাদের ভাষা
তারা অন্ধ নন, এটা প্রতিবাদের ভাষা

ছবিগুলো দেখে যদি ভাবেন আহত চোখ নিয়ে সংবাদকর্মীরা সংবাদ পরিবেশন করছেন, তাহলে ভুল করবেন। গুলি করে সহকর্মীর চোখ অন্ধ করে দেয়ার প্রতিবাদ এটা। তবে প্রতিবাদের ধরনটা আলাদা। চোখে ব্যান্ডেজ লাগিয়েই টিভি পর্দায় হাজির হয়েছেন ক্ষুব্ধ ফিলিস্তিনি সাংবাদিকরা ।

মোয়াত আমারনেহ নামে ৩২ বছরের ফিলিস্তিনি ফ্রিল্যান্স ফটোগ্রাফারের চোখে গুলি করে অন্ধ করে দিয়েছে ইসরাইলি সীমান্ত পুলিশ। গত শুক্রবার পশ্চিম তীরে সংঘর্ষের সময় ছবি তুলতে গিয়ে এমন নির্মমতার শিকার হন মোয়াত।

মোয়াত জানান, তিনি বিক্ষোভকারীদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে ছবি তুলছিলেন। তার গায়ে প্রেস লেখা জ্যাকেট ও হেলমেটও ছিল। তারপরেও তিনি স্নাইপারের টার্গেটে পরিণত হন। আগে বেশ কয়েকবার ইসরাইলি সেনারা সাংবাদিদের গুলি করে বিতর্কের জন্ম দিয়েছেন।

ইসরাইলি সেনাদের নির্মমতার এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। সেই সঙ্গে ক্ষুব্ধ সাংবাদিকরা প্রতিবাদ জানিয়ে চোখে ব্যান্ডেজ লাগিয়ে টেলিভিশনে সংবাদ কক্ষে হাজির হয়েছেন। তারাই ব্যান্ডেজ লাগানো অবস্থাতেই সংবাদ পাঠ করছেন।

‘সত্যের চোখ অন্ধ হতে পারে না’ স্লোগানে সহকর্মীদের ওপর চালানো নির্মমতার বিরুদ্ধে আন্দোলন করছেন সংবাদ কর্মীরা। তাদের আন্দোলনে সমর্থন দিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের সংবাদকর্মী ও সাধারণ শান্তিকামী মানুষ।

এমনকি শিক্ষার্থীরাও এক চোখে হাত দিয়ে ছবি তুলে তা সামাজিক বিভিন্ন মাধ্যমে পোস্ট করছে। ‘মিয়াতের চোখ’ হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করা এসব ছবি দ্রুতই ছড়িয়ে পড়ছে সর্বত্র। প্রতিবাদের ভিন্ন এক ভাষায় পরিণত হচ্ছে এসব ছবি।

নকি/

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App