×

জাতীয়

গাজীপুরে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯, ১২:০৬ পিএম

গাজীপুরে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য আটক
গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান (ন্যাশনাল পার্ক) এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, প্রাইভেটকার, মুঠোফোন, নগদ টাকা ও ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টায় জাতীয় উদ্যান এলাকা থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন আটকের সত্যতা নিশ্চিত করেছেন। র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় কয়েক ডাকাত সদস্য ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করেছ এমন সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় উদ্যানের ৩নং গেটের বিপরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশ থেকে অভিযান চালিয়ে ৩ ডাকাতকে আটক করে র‌্যাব সদস্যরা। আটককৃতরা হলো গাজীপুর মেট্রোপলিটন সদও থানায় টেক কাথোরা গ্রামের আশরাফ খানের ছেলে রাশেদ খান মিলন (২৬), সালনা মীরের গাঁও এলাকার শ্রী বিমল চন্দ্র সরকারের ছেলে শ্রী বাঁধন চন্দ্র সরকার (২৮) এবং শ্রীপুর উপজেলার নতুন বাজার (কাজী বাড়ী) এলাকার আহসান আতিকের ছেলে আকাশ হোসেন ওরফে সবুজ (২৫)। এ সময় তাদের কাছ থেকে একটি লোহার চাপাতি, একটি ছুরি, একটি চাকু, পুলিশের সাইরেন ও নেমপ্লেট লাগানো একটি প্রাইভেটকার, ৪টি মুঠোফোন ও ৭৬ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। গাজীপুরসহ আশপাশের এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেল আটকিয়ে টাকা-পয়সা, মুঠোফোন, স্বর্ণালংকার লুটে নেয় তারা। এসময় বাধা দিলে তাদের সাথে থাকা অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে মালামাল ও মোটরসাইকেল তারা লুটে নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App