×

জাতীয়

আ.লীগকে দুর্নীতিবাজ ও অনুপ্রবেশকারী মুক্ত করার দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯, ০১:২৬ পিএম

আ.লীগকে দুর্নীতিবাজ ও অনুপ্রবেশকারী মুক্ত করার দাবি
আওয়ামী লীগকে দুর্নীতিমুক্ত ও অনুপ্রবেশকারী মুক্ত করার দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ড। এজন্য প্রয়োজনে সারাদেশের প্রতি জেলা উপজেলায় আওয়ামীলীগে অনুপ্রবেশকারীদের তথ্য দিয়ে সরকারকে সহযোগিতা করতে চায় তারা। স্থানীয় সরকার নির্বাচনে কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে মুক্তিযুদ্ধের বিরোধীতায় অগ্নিসংযোগকারীর পুত্র শিবির কর্মী ও সংশ্লিষ্ট জেলা উপজেলা বিএনপি'র সদস্য আবদুল খালেককে নৌকা প্রতীক প্রদান করার প্রতিবাদে মঙ্গলবার(১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এসময় সংগঠনটির টির কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল এম আর সিদ্দিকী সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান লিখিত বক্তব্যে বলেন, আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশে তালিকা প্রণয়ন করা হয়েছে। এঅবস্থায় মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি থেকে অনুপ্রবেশকারী ও মুক্তিযুদ্ধের বিরোধীতাকরে অগ্নিসংযোগকারীর পুত্র আব্দুল খালেককে নৌকা প্রতীক দেয়া হয়েছে। অথচ উক্ত ইউনিয়নে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা এসএম রুহুল আমিনের ছেলে সাংবাদিক সালাউদ্দিন হেলালি কোমর নৌকা প্রতীক প্রার্থনা করলেও তাকেসহ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকা অন্য প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়নি। যা অত্যন্ত হতাশাজনক। আব্দুল খালেকের বিরুদ্ধে নদী দখলের অভিযোগ আছে জানিয়ে সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল এম আর সিদ্দিকী সাইদ বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কারো বিরুদ্ধে নদী দখলের অভিযোগ থাকলে তিনি কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। অথচ আব্দুল খালেকের বিরুদ্ধে নদী দখলের গুরুতর অভিযোগ থাকার পরেও তাকে কিভাবে মনোনয়ন দেয়া হলো সেটাই প্রশ্ন। এ বিষয়ে নির্বাচন কমিশনে সংগঠনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য চিঠি দেয়া হবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App