নিষেধাজ্ঞা কাটিয়েই মেসির নৈপুণ্যে আর্জেন্টিনার সমতা

আগের সংবাদ

বিরান পথে সঞ্জীব চৌধুরী

পরের সংবাদ

পলাশবাড়ীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা, শ্বশুর আটক

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৯ , ১:০১ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ১৯, ২০১৯ , ১:০১ অপরাহ্ণ

গাইবান্ধার পলাশবাড়ীতে  বিউটি (২২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের শ্বশুরকে আটক করেছে পুলিশ ।

মঙ্গলবার(১৯ অক্টোবর) ভোরে উপজেলার সিধন গ্রামে এঘটনা ঘটে ।

স্থানীয়রা জানান, প্রায় ৩ বছর পূর্বে উপজেলার সিধন গ্রামের আব্দুল মজিদ সরকারের ছেলে মামুন এর সঙ্গে একই ইউনিয়নের নুনিয়াগাড়ী গ্রামের আব্দুস সামাদের মেয়ে বিউটির বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও জা সানজিদা প্রায়ই নিযাতন করতেন নিহত বিউটিকে। এর মাঝে তাদের সংসারে জন্মনেয় একটি পুত্র সন্তান। আজ ভোরে নিহতের স্বামী মামুন ও তার ভাবি সানজিদা মিলে দুজনে মারপিট করলে ঘটনাস্থলেই বিউটি নিহত হয়। ঘটনা বেগতিক দেখে সকাল সাড়ে ৭ টায় নিহত বিউটির বাবা- মাকে খবর দিয়ে বাতে তালা লাগিয়ে লাশ ঘরের ভিতর রেখে সকলে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা নিহতের শ্বশুর আব্দুস মজিদকে আটক করে পুলিশে খবর দেয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদুর রহমান মাসুদ জানান, পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়