×

জাতীয়

৫ লাখ টাকার জাল স্ট্যাম্পসহ গ্রেপ্তার ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯, ০৬:১৬ পিএম

৫ লাখ টাকার জাল স্ট্যাম্পসহ গ্রেপ্তার ৪

র‌্যাবের হাতে আটককৃতরা। ছবি: ভোরের কাগজ

রাজধানীর পল্টন থানাধীন ফকিরাপুল এলাকা থেকে বিপুল পরিমাণ জাল স্ট্যাম্প ও স্ট্যাম্প তৈরির উপকরণসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আবু ইউসুফ (৩৫), মো. মতিয়ার রহমান (৫২), মো. আলমগীর (১৯) ও মো. মিজানুর রহমান (৩৮)। র‌্যাবের দাবি জাল সরকারি স্ট্যাম্প তৈরি ও বিক্রির মাধ্যমে দীর্ঘদিন ধরে জনগণের সঙ্গে প্রতারণা করে আসছিল তারা। পাশাপাশি বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লে. কর্ণেল শাফী বুলবুল সোমবার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর ১৩১ ফকিরাপুল ডি আই টি এক্সটেনশন রোড রিফাতুল ম্যানশনের ৬ তলায় ওয়াল্ড ভিশন প্রোডাকশন নামক প্রতিষ্ঠানে রবিবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ লাখ ১ হাজার টাকা মূল্যের ৪৮ হাজার ২৫০ টি জাল স্ট্যাম্প, নগদ ২৫ হাজার ৩০০ টাকা, ৮টি মোবাইল সেট, ১টি সিপিইউ, ১টি মনিটর, ১টি প্রিন্টার, ১টি হার্ডডিস্ক উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App