×

আন্তর্জাতিক

২০ রুপিতে জ্যোৎস্না রাতে তাজমহল দেখার সুযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯, ০১:২৩ পিএম

২০ রুপিতে জ্যোৎস্না রাতে তাজমহল দেখার সুযোগ

জ্যোৎস্না রাতে চাঁদের আলোয় ঝকঝক সাদা পাথরের তাজমহল দেখতে পারবেন পর্যটকেরা। এ লক্ষ্যে তাজমহলে খোলা হলো নতুন একটি ভিউ পয়েন্ট। এই নতুন ভিউ পয়েন্ট থেকে রাতে ও ভোর বেলায় তাজমহল দেখা যাবে। গত শনিবার উত্তর প্রদেশের প্রতিমন্ত্রী গিরিরাজ সিং ধর্মেশ ‘মেহতাভবাগ তাজ ভিউ পয়েন্টের’ আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী বলেন, জ্যোৎস্না রাতের ৪ দিন আগে এবং পরের ৪ দিন এই ভিউ পয়েন্ট থেকে তাজমহল দেখার সুযোগ পাবেন পর্যটকেরা। এর জন্য ২০ রুপি দিয়ে টিকেট কাটতে হবে। সকাল ৭টা থেকে ১০টা এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এই ভিউ পয়েন্ট থেকে তাজমহল দেখা যাবে।

তাজমহলকে বিশেষ করে বিদেশি পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে এ ধরনের ভিউ পয়েন্টের সংখ্যা বাড়ানো হবে বলে জানান প্রতিমন্ত্রী। এর আগে গত সেপ্টেম্বরে জ্যোৎস্না রাতে তাজমহল খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়। পর্যটকদের চাপ সামলাতে এই সিদ্ধান্ত আসে। কর্তৃপক্ষ বলছে, বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহল দেখতে প্রতিদিন গড়ে দেশ-বিদেশের ২২ হাজার পর্যটক আসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App