×

জাতীয়

সরকারি চাল অবৈধ মজুদ ও বাজারজাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯, ০৬:০৮ পিএম

সরকারি চাল অবৈধ মজুদ ও বাজারজাত

অবৈধ ভাবে মজুদ করা সরকারি চাল

ভোলায় বিসিক এলাকায় খান ব্রাদার্স মিলে খাদ্য মন্ত্রণালয়ের ৩২শ বস্তা সরকারি চালের অবৈধ মজুদ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। সরকারি এসব চাল অবৈধ ভাবে নুরজাহান ব্র্যান্ডের নতুন প্যাকেটে বাজারজাত করার সময় জব্দ করা হয়। সোমবার দুপুরে ভোলা সদরের চর নোয়াবাদের বিসিক এলাকায় অভিযান চালিয়ে ভোলা সদর এসিল্যান্ড কাউছার হোসেন চালগুলো জব্দকরেন। এ সময় খান ব্রাদার্স এর মিলটিকে সিলগালা করেন এবং ম্যানেজার মো. মোতালেবকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমনা সহ উভয় দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মোতালেব ভোলা পৌরসভার ৭নং ওয়ার্ডের মোজাফর সিকদারের ছেলে। ভোলা সদর এসিল্যান্ড কাউছার হোসেন নিশ্চিত করে বলেন, খান ব্রাদার্স মিলে প্রায় ১০৩ মেট্রিকটন চাল এর মধ্যে ৯৪ মেট্রিকটন চালের প্রায় ৩ হাজার ২০০ বস্তা চাল খাদ্য মন্ত্রণালয়ের সরকারি চাল। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন চালের সাথে সরকারি চাল মিশিয়ে অবৈধ ভাবে নুরজাহান ব্র্যান্ডের প্যাকেট করে বাজারজাত করার সময় আটক করা হয়। এসময় মিলটিকে সিলগালা করা হয়েছে এবং ম্যানেজার মো.মোতালেবকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একলক্ষ টাকা অর্থদণ্ডসহ উভয় দণ্ড প্রদান করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App