×

বিনোদন

বিকল্প উপায়ে মুক্তির অপেক্ষায় "আহত ফুলের গল্প"

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯, ০১:০০ পিএম

বিকল্প উপায়ে মুক্তির অপেক্ষায়
নিজস্ব অর্থায়নে ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারিতে "আহত ফুলের গল্প" নামক সিনেমা নির্মান করেন তরুণ নির্মাতা অন্তু আজাদ। বছরখানেক আগে সেন্সর থেকে মুক্তি পায় ছবিটি। তবে সেন্সরের চৌকাঠ পেরিয়ে এসে ছবিটি এখন পর্যন্ত কোন প্রেক্ষাগৃহে প্রবেশ করতে পারেনি। তাই বলে থেমে থাকছে না ছবির নির্মাতা অন্তু আজাদ। আর্থিক সংকট আর "বিশৃঙ্খল" ব্যবস্থাপনার কারণে প্রেক্ষাগৃহের বাইরে বিকল্প উপায়ে দর্শকদের সামনে আসতে যাচ্ছে "আহত ফুলের গল্প"। আগামী মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। নির্মাতা অন্তু আজাদা জানান, বিকল্প বেশ কয়েকটি প্রদর্শনীর পর আগামী বছরের শুরুতে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেয়ার উদ্যোগ নেওয়া হবে। ছবির গল্প সম্পর্কে তিনি বলেন, এ চলচ্চিত্রে তেমন ফ্যান্টাসি নেই, আছে চারপাশে দেখা ঘটনার বিশ্লেষনের মধ্য দিয়ে আমাদের প্রচলিত জীবনের গভীর সংকটকে উপলব্ধির চেষ্টা। সিরিয়াস বিষয় গল্পের বিষয়বস্তু হলেও দৈনন্দিন জীবনে বয়ে চলা হাসি-ঠাট্টা, গান-গীত এবং একটি প্রেম কাহিনীর মধ্য দিয়ে গল্পের ম‚ল সুরটি প্রবাহিত। ছবিটি মুক্তির আগে "দীঘি বান্ধা ঘাটে" শিরোনামে একটি গান ইউটিউবে প্রকাশ করা হয়েছে। টোকন ঠাকুরের কথায় গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছে পিন্টু  ঘোষ। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, তাহিয়া খান, সুজন মাহাবুব, গাজী রাকায়েত অনন্যা হক, শেলী আহসান সহ আরো অনেকে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App