×

পুরনো খবর

‘পাথরঘাটায় গ্যাস লাইন থেকে বিস্ফোরণ হয়নি’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯, ০৩:৫৭ পিএম

‘পাথরঘাটায় গ্যাস লাইন থেকে বিস্ফোরণ হয়নি’
চট্টগ্রামের পাথরঘাটায় ব্রিক ফিল্ড রোডের বড়ুয়া ভবনের বিস্ফোরণ গ্যাস লাইন থেকে হয়নি বলে জানিয়েছেন কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খায়ের আহমেদ মজুমদার। খায়ের আহমেদ বলেন, তদন্ত করে কেজিডিসিএল নিশ্চিত হয়েছে যে বিস্ফোরণটি গ্যাস লাইন থেকে হয়নি। আমরা গ্যাসের রাইজার, ওই বাড়ির চুলা এবং গ্যাস লাইন অক্ষত পেয়েছি। রান্নাঘরেও কোনো সমস্যা হয়নি। তিনি বলেন, প্রশাসনের সমন্বিত তদন্ত কমিটির সাথেও আমরা কাজ করছি। সেটি আরও বৃহৎ পরিসরে তদন্ত করে দেখা হবে। ঘটনার পরপরই কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) সারোয়ার হোসেনকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়। কমিটি রবিবার রাতেই প্রতিবেদন জমা দেয়। সারোয়ার বলেন, গ্যাসের বিস্ফোরণ হলে ব্যাপক অগ্নিকাণ্ড হতো, কিন্তু তা হয়নি। সকালে ওই বাসার রান্নাঘরের চুলায় চা বানানো হয়েছে বলে আমরা জেনেছি। উল্লেখ্য, রবিবার সকালে পাথরঘাটার ওই ভবনের নিচতলায় বিস্ফোরণে ভবনের দেয়াল ও সীমানা প্রাচীর ভেঙে সাত জন নিহত হন। আহত হন অন্তত ১০ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App