×

পুরনো খবর

ডেঙ্গু: নড়াইলে যুবকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯, ০৭:১২ পিএম

নড়াইলের লোহাগড়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খালিদ শেখ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খালিদ উপজেলার মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও মঙ্গলহাটা গ্রামের শেখ লুৎফর রহমানের ছেলে।

জানা গেছে, খালিদ শেখ কিছুদিন আগে ঢাকায় বোনের বাসায় বেড়াতে যায়। সেখান থেকে জ্বরে আক্রান্ত হয়ে বাড়ীতে ফিরে আসে। প্রথমদিকে সাধারন জ্বর মনে করে সে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে থাকে। কিন্তু জ্বরের কোন পরিবর্তন না হওয়ায় গত শুক্রবার সকালে লোহাগড়ার একজন প্রাইভেট চিকিৎসকের নির্দেশে প্যাথলজিক্যাল পরীক্ষায় তার ডেঙ্গু জ্বর শনাক্ত হয়।

পরে ওইদিন সন্ধ্যায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে সোমবার (১৮ নভেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App