×

রাজধানী

রাজধানীতে বায়ু দূষণের মাত্রা আতঙ্কজনক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯, ১১:৪৭ এএম

রাজধানীতে বায়ু দূষণের মাত্রা আতঙ্কজনক
রাজধানী ঢাকার এমন কোন স্থান নেই যেখানে বায়ু দূষণ নেই। বায়ু দূষণের ফলে কমছে মানুষের আয়ু। শরীরে বাসা বাধছে নানা রোগ। আর বায়ু দূষণের জন্য প্রথম সারিতে অবস্থান বাংলাদেশের। ঢাকা ইউএস কনস্যুলেটের এক তথ্যে জানিয়েছে, সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় বিশ্বের শীর্ষ ৯ বায়ু দূষিত দেশের একটি বাংলাদেশ। সবচেয়ে বেশি পল্টনে বায়ু দূষণের মাত্রা ছিল ২৩৩ পিএম। যা মানুষের স্বাস্থ্যের জন্য অধিক ক্ষতিকর। তারা আরো জানায়, সকাল ১০টার দিকে বিশ্বে বায়ু দূষণের পরিমাণ সবচেয়ে বেশি চীনের কাশগড়ে ৯৯৯ পিএম। এরপরই অবস্থান মেক্সিকোর অ্যাগাস্কালিয়েন্টসে ৭৫২ পিএম, ভারতে পশ্চিমবঙ্গের চাকাপাড়ায় ৪৯২ পিএম, তুরস্কের এলবিস্তানে ৩০৭ পিএম, ইউক্রেইনের কেইভে ৩০২ পিএম, মঙ্গেলিয়ার উলান বাতরে ৩০২ পিএম, পাকিস্তানের লাহোরে ২৪৬ পিএম, যুক্তরাষ্ট্রের পেন্ডলেটনে ২৪২ পিএম ও বাংলাদেশের পল্টনে ২৩৩ পিএম। বায়ুর মান ও দূষণ পরিমাপের ভিত্তিতে ২০১ থেকে ৩০০ পিএম ২.৫ মাত্রার বায়ু দূষণ খুবই অস্বাস্থ্যকর। এ অবস্থায় জরুরি স্বাস্থ্য সাবধানতা জারি করতে হয়। এ সময় সব বয়সের মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিতে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App