×

অর্থনীতি

হিলিতে প্রতি কেজি পেঁয়াজে দাম কমেছে ৫০ থেকে ৬০ টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯, ০৪:০৬ পিএম

হিলিতে প্রতি কেজি পেঁয়াজে দাম কমেছে ৫০ থেকে ৬০ টাকা
দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারী ও খুচরা বাজারে কমেছে আমদানিকৃত পেঁয়াজের ঝাঁজ কমতে শুরু করেছে। এক লাফে একদিনের ব্যবধানে প্রকার ভেদে প্রতি কেজিতে দাম কমেছে ৫০ থেকে ৬০ টাকা । যে পেঁয়াজ গতকাল শনিবার খুচরা বাজারে বিক্রি হয়েছে প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে। আজ সেই পেঁয়াজই প্রকারভেদে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে। হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী মনিরুল ইসলাম মনি জানান, বাজারে পেঁয়াজের সরবরাহ বেশি হওয়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। পেঁয়াজ এখন সাধারন ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসছে। প্রশাসনের বিভিন্ন স্থানে পেয়াজের দাম মনিটরিং করায় হঠাৎ করে কমতে কমে এসেছে পেয়াজের দাম। আগামীতে আরও দাম কমার সম্ভাবনা রয়েছে। পেঁয়াজ কিনতে আসা মতিউর রহমান জানান, গত দুই দিন থেকে পেঁয়াজের দাম অনেকটা বেশি ছিলো তবে আজকে কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকা কমেছে। আজ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা দরে। এই জন্য আজকে একটু বেশি করে কিনলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App