×

বিনোদন

মুক্তিযুদ্ধের দলিল ‘ঠিকানা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯, ০৯:১২ পিএম

মুক্তিযুদ্ধের দলিল ‘ঠিকানা’
 

১৯৭১ সালের একটি ঘটনাকে কেন্দ্র করে ‘ঠিকানা’ নাটকটি রচনা করেন উৎপল দত্ত। নাটকটিকে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম একটি দলিল বললেও অত্যুক্তি হবে না।

রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় শিল্পকলা একডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির মঞ্চায়ণ করা হয়েছে।

মূলতঃ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় রচিত এ নাটকটি বাঙালির আত্মত্যাগের একটি অসামান্য আখ্যান। এর আগে সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২ আগস্ট কলকাতায় নাটকটি মঞ্চস্থ হয়। স্বাধীনতার ইতিহাসের দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ ‘ঠিকানা’র নির্দেশনা দিয়েছেন ড. প্রণবানন্দ চক্রবর্ত্তী।

নাটকটিতে অভিনয় করেছেন, সামসাদ বেগম, মিনহাজুল হুদা দীপ, আবদুলাহ আল হারুন, ইউজিন গোমেজ, হাফিজুর রহমান, সাদেক ইসলাম, অন্দ্রিলা অদিতি দাস, মোজাক্কির আলম রাফান, সোহেল মাসুদ, আরিফ আহম্মেদ, তনয় মজুমদার, ড. প্রণবানন্দ চক্রবর্ত্তী, সুধাংশু নাথ, তানজিনা রহমান, জসিমউদ্দিন খান।

নেপথ্যে শিল্পীদের মধ্যে মঞ্চ পরিকল্পনা- জাহিদুর রহমান পিপলু, আলোক পরিকল্পনা- ঠা-ু রায়হান, সহ আলোক পরিকল্পনা- সিরাজুল হোসেন, সংগীত পরিকল্পনা- মুজাহিদুল হক লেনিন, পোশাক পরিকল্পনা- কামরুন নূর চৌধুরী, রূপ সজ্জা- জনি সেন, রূপ সজ্জা সমন্বয়- আবদুল্লাহ আল হারুন, - জসিম উদ্দিন খান, মঞ্চ ব্যবস্থাপনা- সুধাংশু নাথ, সহমঞ্চ ব্যবস্থাপনা- সোহেল মাসুদ, প্রযোজনা অধিকর্তা- কামরুন নূর চৌধুরী, প্রযোজনা উপদেষ্টা- ইউজিন গোমেজ, জাহিদুর রহমান পিপলু, আবদুল্লাহ আল হারুন।

/এসএইচ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App