×

জাতীয়

ভোলায় মধ্য রাতে বাজারে অগ্নিকাণ্ড, ৯ প্রতিষ্ঠান পুড়ে ছাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯, ১১:০৬ এএম

ভোলায় মধ্য রাতে বাজারে অগ্নিকাণ্ড, ৯ প্রতিষ্ঠান পুড়ে ছাই
ভোলার দৌলতখান উপজেলার পৌর ৫ নং ওয়ার্ডে বাজারের দক্ষিণ মাথায় অগ্নিকাণ্ডে ৭ টি দোকান ও ২ টি বসত ঘড় পুড়ে ছাই হয়ে গেছে। ইলেক্ট্রিক সর্ট সার্কিট থেকে আগুনের সূএপাত বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে। রাত অনুমানিক ৩ টা ৪০ এর দিকে শামিম স্টোর / জিন্নাত ষ্টোর এর সামনে বিদুতের মিটার থেকে আগুন লেগে তা শামিম স্টোরে আগুন লাগে। অগ্নিকাণ্ডে ঐ দোকানে মুদি মালা মাল, পেট্রল,কেরোসিন,ডিজেল, গ্যাস সিলিন্ডার এর মাধ্যমে দ্রুত আশেপাশের দোকানে ছড়িয়ে পরে। পেট্রল,গ্যাস সিলিন্ডারের কারনে আগুনের ভয়াবহত ছিলো অতি মাএায়। সিলিন্ডার গুলো তিব্রতা নিয়ে বিস্ফরিত হওয়ার দ্রুত ছড়িয়ে পরে। খবর পেয়ে দৌলতখান, ভোলা ও বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই পুড়ে যায় ৯ প্রতিষ্ঠান। ক্ষয়ক্ষতির পরিমান অর্ধ কোটি ছাড়িয়ে যাবে বলে বলছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ভোলা-২ আসনের সাংসদ আলি আজম মুকুল এমপি ও জেলাপ্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক। এছাড়া ঘটনার সূএপাতের পর থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ উদ্ধার কাজ তদারকি করেন, সাথে দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App