×

পুরনো খবর

গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় ২ তদন্ত কমিটি গঠন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯, ০১:০৫ পিএম

গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় ২ তদন্ত কমিটি গঠন
চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাস লাইনের রাইজার বিস্ফোরণের ঘটনায় ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসকের পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জানাতে বলা হয়েছে।  এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার পর পরই চট্টগ্রামের মেয়র ঘটনা স্থল পরিদর্শ্ন করেন।  পরে বিস্ফোরণের নিহতদের দাফন-কাফনের জন্য মেয়রের পক্ষ হতে ২০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে।  এ দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যয়ভারও তিনি বহন করবেন বলে জানিয়েছেন। রবিবার (১৭ নভেম্বর) সকাল ৯ টার দিকে পাথরঘাটার ব্রিকফিল্ড রোডে বড়ুয়ার বিল্ডিংয়ে গ্যাস লাইনের রাইজার বিস্ফোরণ ঘটে। এতে ভবনের একাংশ ধ্বসে পড়ে যায়। এ ঘটনায় নারী ও শিশুসহ সাত জন মারা যান। আহত হন অন্তত ১৬ জন।  আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App