×

শিক্ষা

ইবির দুই শিক্ষকের সাজা, পরীক্ষা বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯, ০১:৩৯ পিএম

ইবির দুই শিক্ষকের সাজা, পরীক্ষা বাতিল
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের দুই শিক্ষাবর্ষের একই প্রশ্নপত্রে চূড়ান্ত পরীক্ষা গ্রহণ করায় পরীক্ষা বাতিলসহ দুই শিক্ষককে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিভাগের একাডেমিক সভায় এসব সিদ্ধান্ত গৃহিত হয়েছে বলে জানিয়েছেন ইংরেজী বিভাগের সভাপতি অধ্যাপক ড. সালমা সুলতানা। তিনি জানান, বিভাগের তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় (২০১৯) গত ৯ নভেম্বর ‘এলিজাবেথান এ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা’ (৩০৫) নং কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ২০১৮ সালে অনুষ্ঠিত প্রশ্নপত্রের ৪টি প্রশ্ন বাদে সবগুলো প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়। জানা যায়, ৮০ নম্বরের পরীক্ষার প্রশ্নপত্রে ৫ সেটে দশটি প্রশ্ন থাকে। শিক্ষার্থীকে প্রতি সেট থেকে যেকোনো একটি করে উত্তর দিতে হয়। এছাড়া ৬ নং সেটে আরো ৮টি ছোট প্রশ্ন থাকে। এর মধ্যে শিক্ষার্থীকে ৪টি প্রশ্নের উত্তর দিতে হয়। ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ২০১৮ সালে অনুষ্ঠিত পরীক্ষার ১৮টি প্রশ্নের সঙ্গে ২০১৯ সালের ১৪টি প্রশ্ন হুবহু মিল পাওয়া গেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং বিভিন্ন গনমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। একাডেমিক সভা সূত্রে জানা গেছে, দুই বছরের একই প্রশ্নপত্রে চূড়ান্ত পরীক্ষা গ্রহণ করায় তৃতীয় বর্ষের পরীক্ষা কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আজগর হোসেনকে এক বছরের জন্য পরীক্ষার সকল প্রকার কার্যক্রম থেকে অব্যহতি দেয়া হয়েছে। এদিকে কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদকে আগামী দুই বছরের জন্য ঐ কোর্সের পাঠদানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে উক্ত কোর্সের পরীক্ষাটি বাতিল করা হয়েছে। এ বিষয়ে ইংরেজী বিভাগের সভাপতি অধ্যাপক ড. সালমা সুলতানা সাংবাদিকদের বলেন, আমরা বিভাগীয় সভায় এ পরীক্ষাটি বাতিল করেছি। পরবর্তীতে এ কোর্সের পরীক্ষা আবার অনুষ্ঠিত হবে। পরীক্ষা কমিটির নতুন সভাপতির দায়িত্ব কাকে দেয়া হবে সেটিও নির্ধারণ করেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App