×

খেলা

৪ উইকেটে ৬০ রানে লাঞ্চে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯, ০১:০৫ পিএম

৪ উইকেটে ৬০ রানে লাঞ্চে বাংলাদেশ
তৃতীয় দিনেই নিজেদের দ্বিতীয় ইনিংসের প্রথম সেশনে ২২ ওভার মোকাবেলায় ৪ উইকেটে ৬০ রান সংগ্রহ করে লাঞ্চে গেছে সফরকারী বাংলাদেশ। এখনো পিছিয়ে আছে ২৮৩ রানে। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৩৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৬০ রান। উইকেটে আছেন মুশফিকুর রহিম ৯ এবং মাহমুদউল্লাহ ৬ রান নিয়ে। তৃতীয় দিন সকালে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানে ওপেনার ইমরুল কায়েস ৬ রানে ফিরেন সাজঘরে। ভারতের হয়ে দিনের প্রথম আঘাত হানেন যাদব। এরপরই ইশান্ত শর্মার শিকারে পরিণত হন অরেক ওপেনার সাদমান ইসলামও। তিনি ৬ রান করে ইশান্ত শর্মার শিকার হন। এছাড়া ব্যাটিংয়ে নেমে থিতু না হতেই ৭ রান করে বিদায় নেন অধিনায়ক মমিনুল হক। তাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মোহাম্মদ সামি। আর ১৮ রানে থাকা মোহাম্মদ মিঠুনও সামির বল পুলশট খেলতে গিয়ে ব্যাটে-বলে সংযোগ ঘটাতে না পেরে মায়াঙ্ক আগারওয়ালের হাতে তালুবন্ধী হন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App