×

আন্তর্জাতিক

বলিভিয়ায় মোরালেস সমর্থকদের গুলি, নিহত ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯, ০১:৪৯ পিএম

বলিভিয়ায় মোরালেস সমর্থকদের গুলি, নিহত ৫
বলিভিয়ায়  নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকদের বিক্ষোভে পুলিশের গুলিতে ৫ জন নিহত হয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। বিক্ষোভকারীরা মেক্সিকোয় নির্বাসিত মোরালেসের ফিরে আসার দাবি জানাচ্ছিলেন। আন্দোলনের এক পর্যায়ে পুলিশ এলোপাতাড়ি গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে। শুক্রবার সকালে সাকাবায় কয়েক হাজার আদিবাসী বিক্ষোভকারী জড়ো হন। কিন্তু কোচাবামবা শহরের সামরিক তল্লাশিচৌকি তারা অতিক্রম করতে চাইলে সংঘর্ষ লেগে যায়। গত কয়েক সপ্তাহজুড়ে এই জায়গায় মোরালেসপন্থী ও তাদের বিরোধীদের মধ্যে সংঘাত লেগে ছিল। ইমাটেরিও কোলক স্যানচিজ নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলেন, বেশ কয়েকজন বিক্ষোভকারীর মরদেহ দেখেছি। পুলিশের গুলিতে তারা নিহত হয়েছেন। মোরালেস তার টুইটারের এক পোস্টে বলিভিয়ার অন্তবর্তীকালীন সরকারকে একনায়ক আখ্যা দেন। এদিকে বলিভিয়ার ন্যায়পালের কার্যালয় পুলিশ-সামরিক বাহিনীর যৌথ অভিযানে পাঁচ ব্যক্তির নিহতের ঘটনায় অনুতাপের কথা জানানো হয়। উল্লেখ্য, চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে আন্দোলনে নামে দেশটির মানুষ। ফলে ১০ নভেম্বর পদত্যাগের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট বামপন্থি নেতা ইভো মোরালেস।    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App