×

আন্তর্জাতিক

নয় বছর বয়সেই স্নাতক ডিগ্রি সিমন্সের!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯, ১১:০৭ এএম

নয় বছর বয়সেই স্নাতক ডিগ্রি সিমন্সের!
আমস্টার্ডামের ৯ বছরের বালক লুরেন্ট সিমন্স আর এক মাস পরই এইন্ডহোভেন ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে তড়িৎ প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করতে যাচ্ছেন। যদি সব ঠিকঠাক থাকে তবে তিনি হবেন বর্তমান বিশ্বের সবচেয়ে কম বয়সী স্নাতক ডিগ্রিধারী। বর্তমানে এই রেকর্ডটির মালিক যুক্তরাষ্ট্রের মাইকেল কেভিন কার্নি, যিনি ১০ বছর বয়সে ইউনিভার্সিটি অব আলাবামা থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ডেইলি মেইল জানায়, লুরেন্ট সিমন্সের আইকিউ ১৪৫-এর বেশি। শিশু বয়সেই প্রথমে তার দাদা-দাদি এবং পরে স্কুলের শিক্ষকরা তার অসাধারণ মেধার বিষয়টি বুঝতে পারেন। লুরেন্টের মা লিডিয়া সিএনএনকে বলেন, তারা লুরেন্টের ভেতরে থাকা মেধার বিষয়টি বুঝতে পারেন। সে যে কোনো তথ্য মনে রাখতে পারত, এতে তার কোনো সমস্যাই হতো না। পরবর্তী শিক্ষার জন্য লুরেন্ট যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানায় দ্য টেলিগ্রাফ। তার বাবা ৩৭ বছরের দন্ত চিকিৎসক আলেক্সান্ডার সিমন্সেরও একই ইচ্ছা। তিনি বলেন, অক্সফোর্ড বা কেমব্রিজ অনেক নামকরা প্রতিষ্ঠান এবং আমাদের জন্য সেগুলো অধিক সুবিধাজনকও হবে। সিএনএনকে লুরেন্ট বলেন, তার প্রিয় বিষয় তড়িৎ প্রকৌশল। কিন্তু ভবিষ্যতে তিনি ‘ওষুধ শাস্ত্র’ নিয়েও কিছুটা লেখাপড়া করতে চান। লুরেন্টের বাবা-মা তার শৈশব এবং তার অসাধারণ মেধার মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করছেন যাতে সে স্বাভাবিক শৈশব পায়। লেখাপড়ার বাইরে ছোট্ট লুরেন্ট অনলাইনে গেম খেলতে এবং বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। মাঝে মাঝে তিনি নেটফ্লিক্সও দেখেন। লুরেন্টের ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা ১১ হাজারের বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App