×

অর্থনীতি

নতুন পেঁয়াজের দাম কেজিতে ৭৫ টাকা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯, ০৩:২৯ পিএম

নতুন পেঁয়াজের দাম কেজিতে ৭৫ টাকা!
বাজারে যখন পেঁয়াজের দামে আগুন ঠিক তখনি নতুন পেঁয়াজের আগমন। তবে সরবরাহ পর্যাপ্ত থাকায়ও কমছে না পেয়াজের দাম। সিন্ডিকেটের পক্ষ শক্ত হওয়ায় প্রতি নিয়তই বাড়ছে পেঁয়াজের দাম। তবে পাতাসহ নতুন পেঁয়াজের দাম  কেজি প্রতি ধরা হয়েছে ৭৫ টাকা। সৈয়দপুর শহরের সবজি আড়তে দেখা যায়, পুরনোর পাশাপাশি নতুন পেঁয়াজও আমদানি হয়েছে। তবে সরবরাহ ভালো থাকার পরও কমেনি পেঁয়াজের দাম। দুই দিন আগে পেঁয়াজ ২শ’ টাকায় বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকা দরে। এর সঙ্গে চলতি মৌসুমে উঠা পাতাওয়ালা নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ টাকা দরে। সৈয়দপুর বাজারের এক পেঁয়াজ ব্যবসায়ী বলেন, নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। এ সপ্তাহের মধ্যে পুরোন পেঁয়াজের দাম কমে যাবে বলে আশা করি। বাজারে নতুন পেঁয়াজের আমদানির চেয়ে রফতানির পরিমাণ বেশি। নতুন পেঁয়াজ বাজারে আসা মাত্রই ব্যবসায়ীরা কিনে তা ঢাকাসহ সারা দেশে পাঠিয়ে দিচ্ছে। একারণে নতুন পেঁয়াজ উঠলেও স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কমছে না। সবজি বাজারের আড়ৎদাররা জানান, এছাড়াও সম্প্রতি দক্ষিণাঞ্চলে বুলবুলের আঘাতে মানুষের ঘরবাড়ি ভেঙে যাওয়ায় সেখান থেকে পেঁয়াজ আসছে না। এসব কারণে পেঁয়াজের দাম বেড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App