×

জাতীয়

খানাখন্দে ভরা বরিশাল নগরীর সড়কগুলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯, ০৩:২৩ পিএম

খানাখন্দে ভরা বরিশাল নগরীর সড়কগুলো

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গেছে বরিশাল নগরীর সড়কগুলো। সাম্প্রতিক ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে এই সড়কের অবস্থা এখন বেহাল। কোনো কোনো সড়কে বড় বড় গর্তের কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বরিশাল সিটি করপোরেশনের বর্তমান পরিষদের গত এক বছরে এসব সড়ক সংস্কার না করায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। সেবাবঞ্চিত হলেও নগরীর হোল্ডিং ট্যাক্স বেড়েছে দুই থেকে তিন গুণ। এ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে সাধারণ মানুষ, পরিবহনচালক এমনকি বিভিন্ন সংগঠনের মধ্যেও। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) দাবি করে, নগরীর ৮০ ভাগ সড়ক এখন চলাচল অনুপোযোগী। সড়ক সংস্কারসহ নানা দাবিতে পক্ষকালব্যাপী কর্মসূচিও ঘোষণা করেছে দলটি। সরেজমিন শুক্রবার ঘুরে দেখা গেছে, নগরীর ফকিরবাড়ী রোড, বাংলাবাজার, কালু শাহ সড়ক, পোর্ট রোড, কাশিপুর বাজার, জিয়ানগর, নগরীর ত্রিশ গোডাউন শহীদ আজিজুল ইসলাম সড়ক, গোরাচাঁদ দাস রোড, লুৎফুর রহমান সড়ক, ধান গবেষণা সড়ক, জিয়ানগর সড়ক, সাগরদী ব্র্যাঞ্চ রোড, ভিআইপি কলোনি সড়ক, রূপাতলী হাউজিং সড়ক খানাখন্দে একাকার হয়ে গেছে। নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা কাজী এনায়েত হোসেন শিবলু বলেন, নগরীর কাউনিয়া প্রধান সড়ক খুবই বেহাল দশায় পরিণত হয়েছে। এটি সংস্কার করেনি বহু দিন হলো। বিসিকে বড় ট্রাক ঢুকে রাস্তাটির ক্ষতি করছে। তিনি বলেন, নগরীর রাস্তা এমন খারাপ হবে কেন। নগরীর সড়কজুড়ে খানাখন্দের ফলে যানজটের কবলে পড়ে অনেক অফিসগামী লোকজন ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীকে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়। বরিশাল নগরীতে মোট ৫৯৩ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে পিচ ঢালাই সড়ক ২৬৭ কিলোমিটার। বর্ষায় ডুবে যাওয়ায় এই সড়কের বেশির ভাগ এখন চলাচলের অনুপযোগী। এসব সড়কের কোথাও বড় বড় গর্ত। আবার কোথাও খানাখন্দে ভরা। ফলে এসব সড়কে ঘটছে দুর্ঘটনা। ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন। আর নগরবাসী জানালেন, দুর্ভোগের কথা। জানা গেছে, ২০১৮ সালের ৩০ জুলাই অনুষ্ঠিত বিসিসির চতুর্থ নির্বাচনে জয়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ একই বছরের ২৪ অক্টোবর দায়িত্ব গ্রহণ করেন। এ সময়ের মধ্যে শুধুমাত্র নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে হাসপাতাল রোড হয়ে সদর রোড-বাংলাবাজার সড়ক পর্যন্ত সংস্কার করা হয়। বাকি সব সড়কই এখন যান চলাচলের অনুপযোগী। এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন বলেন, ঘূর্ণিঝড় বুলবুলে রাস্তায় পানি জমে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগেও অনেক সড়ক ক্ষতিগ্রস্ত ছিল। মন্ত্রণালয়ে ক্ষতিগ্রস্ত সড়কের তালিকা পাঠানো হয়েছে। তত্ত্বাবধায়ক প্রকৌশলীর নেতৃত্বে নগরীর ৪৩টি সড়ক সংস্কারের জন্য থোক বরাদ্দ চাওয়া হয়েছে। তিনি দাবি করেন, রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে রাস্তার ক্ষতি হয়েছে। দ্রুত এসব সড়ক সংস্কারে কাজ শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App