×

অর্থনীতি

এক মণ ধানে ২ কেজি পেঁয়াজ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯, ০১:৫৯ এএম

এক মণ ধানের দামে ২ কেজি পেঁয়াজ পাওয়া যাচ্ছে চুয়াডাঙ্গায়। কৃষকরা বলছেন, ধান বিক্রি করে শুধু পেঁয়াজ কিনলে তো চলবে না। অন্য সবজি, মসলা, মাছ-মাংসসহ প্রয়োজনীয় জিনিস তাহলে কিনব কীভাবে? পরিবার নিয়ে বর্তমান বাজারে খেয়ে-পড়ে বেঁচে থাকাই দায় হয়ে পড়েছে।

সরোজগঞ্জ বাজারে এ কথা বলছিলেন চুয়াডাঙ্গা নতুন ভাণ্ডরদহ গ্রামের কৃষক হাশেম আলী। চুয়াডাঙ্গার বাজারগুলোতে বর্তমানে প্রকারভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০-২৬০ টাকায়। আর হাটগুলোতে মণপ্রতি আমন ধান বিক্রি হচ্ছে ৪৮০-৫৪০ টাকায়।

শুক্রবার (১৫ নভেম্বর) চুয়াডাঙ্গার কয়েকটি হাট-বাজার ঘুরে দেখা যায়, একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে সাধারণ মানুষদের বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে। পেঁয়াজের দাম শুনে ক্রেতারা বাজার থেকে ফিরে যাচ্ছেন। আবার কেউ অল্প করে কিনছেন পেঁয়াজ।

কুতুবপুর গ্রামের জয়নাল মণ্ডল বলেন, পেঁয়াজের যে দাম, আমাদের মতো মানুষের তা কেনা দায়। কয়েকদিন ধরে দাম বাড়ছেই শুধু। সরকারের কাছে আমাদের দাবি, পেঁয়াজের বাজার স্বাভাবিক থাকুক।

পেঁয়াজ বিক্রেতা কামাল হোসেন বলেন, মোকামে পেঁয়াজের দাম প্রতিদিন বাড়ছে। প্রতি মণ পেঁয়াজ কিনতে হচ্ছে ৮৫০০ টাকায়। আবার পেঁয়াজ নিয়ে আসার খরচ আছে। সব মিলিয়ে এই দামে বিক্রি করতে হচ্ছে। চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সিনিয়র সভসভাপতি শারিন মালিক জানান, চুয়াডাঙ্গায় বাইরের দেশের পেঁয়াজ নেই। দেশি পেঁয়াজ পাওয়া যাচ্ছে। দাম বাড়তি থাকলেও অল্প দিনের মধ্যে স্বাভাবিক হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App