×

জাতীয়

হেলমেট ব্যবহার করলেই গোলাপ ফুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯, ০৭:২৬ পিএম

হেলমেট ব্যবহার করলেই গোলাপ ফুল
নওগাঁর মান্দায় মোটরবাইক চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারে সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। হেলমেট ব্যবহার করলেই গোলাপ ফুল উপহার দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলা সদর প্রসাদপুর বাজার, ফেরিঘাট, কুসুম্বা ও দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ প্রচারণা চালানো হয়েছে। এসময় হেলমেট ব্যবহারকারী মোটরবাইক চালক ও আরোহীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি করে গোলাপ ফুল উপহার দেয়া হয়। হেলমেটবিহীন চালক ও আরোহীকে হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হয়েছে। এছাড়া ছোট এ বাহনে দুইজনের বেশি যাত্রী বহনের বিষয়েও মোটরবাইক চালকদের সতর্ক করে দেন অভিযানের নেতৃত্ব দেয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম। ইউএনও আব্দুল হালিম বলেন, মোটরবাইক চালকদের অবহেলা ও সামান্য ভুলের কারণে সড়কে প্রতিনিয়ত ঘটছে প্রাণহানীর ঘটনা। হেলমেট ব্যবহার না করায় হেড ইনজুরিতে এসব দুর্ঘটনায় ক্রমেই বাড়ছে মৃত্যুর হার। চালক ও আরোহী হেলমেট ব্যবহার করলে সড়কে মৃত্যুর হার অনেকাংশে কমে আসবে বলেও উল্লেখ করেন তিনি। ইউএনও আরও বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মটগাড়ী এলাকায় মোটরবাইক দুর্ঘটনায় ইউসুফ আলী (১৮) ও রুমান (২২) নামে দুই যুবক গুরুতর আহত হয়েছে। তারা দুজনেই মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে। হেলমেট ব্যবহার করলে ইনজুরির পরিমান অনেক কম হতে পারত। আগামিতে হেলমেটবিহীন চালক ও আরোহীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। /এসএইচ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App