×

আন্তর্জাতিক

মুজিববর্ষ উৎযাপনে প্রধান বক্তা মোদি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯, ০৮:৪১ পিএম

মুজিববর্ষ উৎযাপনে প্রধান বক্তা মোদি
  ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত মুজিববর্ষ অনুষ্ঠানের উদ্বোধনীতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ২০২০-২১ সালকে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করা করা হয়েছে। এসময় সারা বছরব্যাপী আয়োজিত হবে বিভিন্ন অনুষ্ঠান, যার সূচনা হবে ২০২০ সালের ১৭ মার্চ। ”মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন” বলেন ইন্ডিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোয়াজ্জেম আলী। কলকাতায় বাংলাদেশ বই মেলায় গিয়ে তিনি এ তথ্য জানান । অনেক ভারতীয় মন্ত্রী ও বিরোধী দলীয় নেতারা এতে অংশ নিবেন । দিল্লী, কলকাতা ও আগরতলায়ও বিভিন্ন আয়োজন থাকবে বলে জানান নাসের চৌধুরী। এ উপলক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩০ জন বিশ্ব নেতা উপস্থিত থাকবেন তবে পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হবে না বলে জানিয়েছে কর্মকর্তারা। মুজিববর্ষ উৎযাপন কমিটির সভাপতি কামাল আব্দুল নাসের চৌধুরী জানান, বাংলাদেশ ভারত ছাড়াও লন্ডন, নিউইয়র্ক, টোকিও এবং মস্কোতেও উৎযাপিত হবে জাতির পিতার জন্মবার্ষিকী । তিনি জানান যে, ২০২০ সালে কলকাতা বইমেলা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা হবে। সেখানে যৌথ প্রকাশনা, সংবাদ সম্মেলন, ডকুমেন্টারীসহ বিভিন্ন সেমিনারের আয়োজন থাকবে । /নাকি/এসএইচ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App