×

জাতীয়

বেসামাল কুড়িগ্রামের পেঁয়াজের বাজার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯, ১২:৪৮ পিএম

কুড়িগ্রামে পেঁয়াজের ঝাঁজ এখন শহর ছাড়িয়ে গ্রামের হাট-বাজারগুলোতে ছড়িয়ে পড়েছে। খুচরা বাজারে গত বৃহসপতিবার বিকাল ৩ টা তিনটা থেকে শুক্রবার সকাল ১১ টা পর্যন্ত ২০ ঘণ্টার ব্যবধানে কেজি প্রতি ১শ থেকে ১ শ ২০ টাকা বৃদ্ধি পেয়ে ২ শ ৩০ থেকে ২শ ৪০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে৷ বাজারের কোথাও সরকারের মনিটরিং ব্যাবস্থা না থাকায় পরিস্থিতি আরও বেসামাল হয়ে পরছে৷ গতকাল ৩ টায় জেলার ভূরুঙ্গামারী, নাগেশ্বরী, ফুলবারী ও জেলা সদরে পেয়াজ ১'শ ২০ থেকে ১'শ৩০ টাকায় বিক্রি হয়েছে বলে ক্রেতারা জানিয়েছে৷ ঐদিন ৪টার পর থেকে লাফিয়ে লাফিয়ে মুল্য বৃদ্ধিপেয়ে আজ শুক্রবার সকাল ১১ টা পর্যন্ত ২'৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে৷ জেলা শহরের খুচরা বিক্রেতা আবুল হোসেন জানান পাইকারি বাজারে বর্তমানে পেঁয়াজ পাওয়া না যাওয়ার কারণে মূল্যবৃদ্ধি ক্রমাগত বাড়ছে৷ একই অবস্থা বিরাজ করছে জেলার উলিপুর চিলমারী রৌমারী রাজিবপুর রাজারহাট উপজেলার হাট-বাজারগুলোতে৷

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App