×

জাতীয়

বেতাগী থেকে পেঁয়াজ উধাও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯, ০৪:৪৯ পিএম

বেতাগী থেকে পেঁয়াজ উধাও
বরগুনার বেতাগী পৌর শহর থেকে হঠাৎ করে উধাও পেঁয়াজ। বাজারে গিয়ে খালি হাতে ফিরছেন ক্রেতারা। টাকা দিয়েও পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। দোকানিরা বলছেন, পেঁয়াজ বিক্রি করে লাভ নেই, বরং আতঙ্ক আছে। গত কয়েকদিন ধরে পেঁয়াজের দাম নাগালের বাইরে চলে যাওয়ায় মোকাম থেকে কিনে আড়তে উঠাচ্ছেন না বিক্রেতারা। মুদী ব্যবসায়ী তৈয়ব আলী বলেন, পাইকারি ১৬০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনে খুচরা বাজারে ১৫০ টাকা দরে বেচেও মোবাইল কোর্টের জরিমানা গুণতে হয়েছে। আসলে মোবাইল কোর্টের ভয়েই বেতাগীর খুচরা ব্যবসায়ীরা পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে সরেজমিনে পৌর শহরের একাধিক দোকানে গিয়ে এমন চিত্রই দেখা গেছে। দোকানগুলোতে বিভিন্ন মালামাল সাজিয়ে রাখা থাকলেও পেঁয়াজের ডালা শূন্য দেখা গেছে। হঠাৎ করে পেঁয়াজ উধাও হয়ে যাওয়া সম্পর্কে পৌর শহরের কাঁচামাল ব্যবসায়ী ও আড়তদার মকবুল বলেন, গত কয়েকদিন ধরে পেঁয়াজের মূল্য লাগামহীন থাকায় মোকাম থেকে পেঁয়াজ কিনে আড়তে উঠানো হচ্ছে না। এদিকে, একাধিক ক্রেতার অভিযোগ, বৃহস্পতিবার পৌরশহরের দোকানগুলোতে হঠাৎ মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন দোকানে জরিমানা করা হয়েছে। এরপর থেকেই বাজারে পেঁয়াজ বিক্রিতে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পৌর শহরের ক্রেতা সালাউদ্দীন বলেন, বেতাগী বাজারে পেঁয়াজ না পেয়ে পার্শ্ববর্তী উপজেলার সুবিদখালী বাজার থেকে পেঁয়াজ কিনেছি। এতে সময় এবং অর্থ দুটোরই অপচয় হয়েছে। এদিকে ঈদে মিলাদুন্নবী, বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানে পেঁয়াজ না পাওয়ায় বিড়ম্বনায় পড়তে হয়েছে হোটেল ব্যবসায়ী এবং ভুক্তভোগীদের। পেঁয়াজ সংকটের কারণে হোটেল ব্যবসায়ীরা বাড়তি দামে খাবার বিক্রি করতে বাধ্য হচ্ছে। বেতাগী উপজেলা নির্বাহী অফিসার রাজীব আহসান জানান, বিষয়টি খতিয়ে দেখে দ্রুতই পেঁয়াজ সরবারহের ব্যবস্থা করা হবে।

/এসএইচ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App