×

জাতীয়

বানারীপাড়ায় বুলবুলের তাণ্ডবে ইট ভাটার ব্যাপক ক্ষয়ক্ষতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯, ০১:১৩ পিএম

বানারীপাড়ায় বুলবুলের তাণ্ডবে ইট ভাটার ব্যাপক ক্ষয়ক্ষতি
বরিশালের বানারীপাড়া উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে কয়েকটি ইট ভাটা। সরেজমিনে ঘুরে দেখাযায়,এর মধ্যে উপজেলার বাইশারী গ্রামের আল্লাহ’রদান ইট ভাটার ফিল্ডে কেটে রাখা প্রায় ৬ লাখ কাঁচা ইট একেবারে নষ্ট হয়ে গেছে। ওই ব্রিক্সের মালিক মো. নুরুল ইসলাম জানান,বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে লেবারদের দাদন দিয়ে এ বছরের প্রথম থেকেই তার ভাটার ফিল্ডে কাঁচা ইট কেটে মজুদ করা হয়েছিলো। মজুদ করা ইট রক্ষা করতে প্রায় ২ লাখ টাকার পলিথিন ক্রয় করেও শেষ রক্ষা হয়নি তার। ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে বর্তমানে সে পথে বসে গেছে। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পুরো বছর জুরে লেবার দিয়ে কাজ করালেও তার ইট ভাটার ক্ষতির চিত্র বদলানো সম্ভব নয়। ঋণের টাকায় ভাটা চালাতে গিয়ে সে এখন দুচোখে কেবলই ঘোর অদ্ধকার দেখছেন। এদিকে দেখাগেছে উপজেলার বেশির ভাগ ইট ভাটার মালিকদেরই প্রায় একই অবস্থায় পড়তে হয়েছে। ইট ভাটার মালিকরা এ থেকে ঘুরে দঁড়াতে না পারলে এ উপজেলায় সরকারের উন্নয়ন কাজও কিছুটা থমকে যেতে পারে বলে অনেকেই ধারণা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App