×

জাতীয়

বরগুনায় সিডর দিবস পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯, ০২:৪৭ পিএম

বরগুনায় সিডর দিবস পালিত
২০০৭ সালে দক্ষিনাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ ঘুর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে শোক র‌্যালী, আলোচনা সভা ও দোয়নুষ্ঠানের মধ্য দিয়ে বরগুনায় সিডর দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার (১৫ নভেম্বর )সকাল ৯ টায় প্রেসক্লাবের সামনে থেকে একটি শোক র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক শোক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বরগুনা- ১ আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রানী সম্পদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আনিচুর রহমান, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবীর মোহাম্মদ হোসেন, প্রেসক্লাব সভাপতি চিত্ত রঞ্জন শীল, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল মোতালেব মৃধা, উন্নয়ন সংগঠন জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, সিবিডিপির প্রধান নির্বাহী জাকির হোসেন মিরাজ, সিডরে স্বজন হারানো- বরগুনা সিভিল সার্জন অফিসের প্রধান সহকারি হাবিবুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে সদর উপজেলার নলটোনা ইউনিয়ণের গর্জনবুনিয়া গ্রামে নির্মিত সিডর স্তম্ভে পুস্প স্তবক অর্পন ও নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App