×

আন্তর্জাতিক

গান শুনিয়ে থানা থেকে মুক্তি পেলেন আশফাক!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯, ১২:০৮ পিএম

গান শুনিয়ে থানা থেকে মুক্তি পেলেন আশফাক!
গভীর রাতে ভারতের ইসলামপুর স্টেশনে ঘোরাফেরা করছিলেন বছর পঁয়তাল্লিশের যুবক আশফাক। সন্দেহ হয় টহলদার পুলিশের। আটক করে নিয়ে যাওয়া হয় ইসলামপুর থানায়। সেখানে মহম্মদ রফি আর কিশোর কুমারের গান একের পর এক শুনিয়ে সবাইকে মাতিয়ে দেন ওই যুবক। ছাড়া তো পানই, সঙ্গে থানায় অনুষ্ঠান করার জন্য তিনি হাতে পেয়ে যান অগ্রিম টাকা। আচমকা এমন সুযোগ পেয়ে দারুণ খুশি ইসলামপুর মেলার মাঠের বাসিন্দা মোহাম্মদ আশফাক। খবর আনন্দবাজার। পুলিশ জানায়, কী কারণে অত রাতে রাস্তায় ঘোরাফেরা করছেন থানায় নিয়ে আসার পরে তা আশফাকের কাছে জানতে চান কর্মকর্তারা। তার হাতের আঙুলে প্রচুর আংটি ছিল। কেউ কেউ জানতে চান, তিনি হস্তরেখাবিদ কিনা। জবাবে আশফাক জানান, তিনি বিয়ের অনুষ্ঠানে গান গেয়ে বেড়ান। এটাই তার রোজগার। পুলিশ কর্মকর্তাদের অনুরোধে রফি ও কিশোরের জনপ্রিয় কয়েকটি গান গেয়ে শোনান আশফাক। তার গলায় গান শুনে হতচকিত হয়ে যান পুলিশ কর্মীরা। থানার ‘টাউনবাবু’ সৌমিক চক্রবর্তী মোবাইল ফোনে আশফাকের গানের ভিডিও ধারণ করেন। পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। থানার পুলিশ কর্মকর্তারা বলেন, উঁচু স্কেলের এসব গান প্রতিভা না থাকলে কেউ সহজে গাইতে পারবেন না। পুলিশ সূত্রের খবর, লোগ কেহতে হ্যায় ম্যায় শরাবি হুঁ, হাথো কি চন্দ লকিড়ো কা ইত্যাদি গানে শ্রোতাদের মাতিয়ে দেন ওই যুবক। গান শুনে থানার পরের অনুষ্ঠানের জন্য তাকে ৫০০ টাকা অগ্রিম ধরিয়ে দেন থানার আইসি শমীক চট্টোপাধ্যায়। শমীক বলেন, উনার মধ্যে আলাদা প্রতিভা রয়েছে। না হলে এমন কঠিন গান এত সহজে গাইতে পারতেন না। থানার অনুষ্ঠানে উনাকে গান করার কথা বলেছি। অগ্রিমও দিয়েছি। ইসলামপুর এলাকাবাসীর একাংশ বলছেন, রানাঘাট স্টেশন থেকে এভাবেই হদিস মিলেছিল দেশখ্যাত প্রতিভা রানু মণ্ডলের। ইসলামপুর স্টেশনে খোঁজ মেলা আশফাকের গান যে রানুর মতোই নেট-দুনিয়া কাঁপিয়ে দেবে না, তা কে বলতে পারে!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App