×

জাতীয়

এমপিওভুক্তি না হওয়ায় মাদ্রাসামাঠে আলুচাষ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯, ১২:৫৪ পিএম

এমপিওভুক্তি না হওয়ায় মাদ্রাসামাঠে আলুচাষ!
এমপিওভুক্তিতে নাম না আসায় হতাশায় নবাবগঞ্জ উপজেলার পূর্ব ফতেপুর দাখিল মাদ্রাসায় শিক্ষকদের বাড়তি আয়ের জন্য শিক্ষার্থীদের খেলার মাঠে আলু লাগানো হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে মাদ্রাসার খেলার মাঠটি চাষ করেন শিক্ষক ও কর্মচারীরা। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থী ও অভিভাবকরা। খেলার মাঠ ফিরে পেতে তারা তাৎক্ষণিকভাবে মাঠে জড়ো হয়। খেলার মাঠ ফিরে পেতে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। পূর্ব ফতেপুর গ্রামের শাহিনুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের খেলার মাঠ দখল করে চাষাবাদ করলে তারা খেলবে কোথায়? এটি মেনে নেয়া যায় না। জানতে চাইলে মাদ্রাসার সহকারী শিক্ষক মো. ইব্রাহিম বলেন, ‘পেটে ভাত নাই, খেলাধুলা করে কি হবে? তাই এবার আলু লাগাচ্ছি। পাশাপাশি একটু গাছও লাগাবো আমরা। হতাশা প্রকাশ করে পূর্ব ফতেপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. বাবুল ইসলাম বলেন, মাদ্রাসার আয়-উন্নতি নেই, বেতন-ভাতাও পাই না। তাই বাড়তি আয়ের আশায় চাষাবাদ করছি। ১৯৮৯ সালে স্থাপিত পূর্ব ফতেপুর দাখিল মাদ্রাসাটি পাঠদানের অনুমতি লাভ করে ১৯৯৯ সালে। প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করে ২০০৬ সালে। এবার অষ্টম শ্রেণির পরীক্ষায় ১৪ জন অংশ নিয়েছে। আর দাখিল পরীক্ষায় ফরম পূরণ করেছে ১০ জন শিক্ষার্থী। ভারপ্রাপ্ত সুপার মো. বাবুল ইসলাম বলেন, প্রতিবছর শিক্ষার বিভিন্ন ব্যয় বহন করা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব হচ্ছে না। সে কারণেই বাড়তি আয় করার চেষ্টা করা হচ্ছে। নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, প্রতিষ্ঠানটির এবার এমপিওভুক্ত হবার কথা ছিল। তবে হয়নি। আবার এখানে নিয়মিত পাঠদানও হয় না। সে কারণেই হতাশা থেকে তারা এমনটি করছে। বিষয়টি আমি দেখছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App