×

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়া ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯, ১১:১৮ এএম

ইন্দোনেশিয়া ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপপুঞ্জের পূর্বাঞ্চলে৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ভূমিকম্পের পরে ইন্দোনেশিয়ান কর্তৃপক্ষ সুনামির সতর্কতা জারি করলেও পরে তা তুলে নিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস অনুসারে, কম্পনটির কেন্দ্রস্থল বন্দর শহর তেরনাট থেকে ৮৩ মাইল (১৩৪ কিমি) উত্তর-পশ্চিমাঞ্চলের ৪৫ কিলোমিটার গভীরে। এতে আতঙ্কিত বাসিন্দারা উচু স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়, যদিও সুনামির সতর্কতা পরে নেওয়া হয়েছিল। এ ঘটনায় তাত্ক্ষণিক কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ইন্দোনেশিয়ার জিওফিজিক এজেন্সি সুনামির সতর্কতাটি দুই ঘন্টা পরে সরিয়ে নিয়েছিল কারণ এটি তারনেট, জেলোলো এবং বিতুং-এ কেবলমাত্র ছোট তরঙ্গ সনাক্ত করেছে। মোলুচাসের হালমহেরা এলাকার জেলোলোর কর্মকর্তা মিফতাহউদিন জানান, ভূকম্পনের ফলে পবল কম্পনে ঘড়বাড়ি কেপে ওঠে। আতংকিত বাসিন্দারা সুনামির ভয়ে পাহাড়ে উঠে গিয়েছিল। জুলাই মাসে মলুচাস দ্বীপে ৭.৩ মাত্রার ভূমিকম্প হয়েছিল এঘটনায় কমপক্ষে চার জন মারা গিয়েছিল। সাম্প্রতিক ২৬ ডিসেম্বর ২০০৪ এ ইন্দোনেশিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯.৫ মাত্রার ভূমিকম্পে সুনামির সূত্রপাত ঘটে যার ফলে উপকূলের প্রায় ২২৬০০০ মানুষ নিহত হয়। ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App