×

পুরনো খবর

৪৩ বছরে নৌদুর্ঘটনায় মৃত ৪৭১১ জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯, ০৪:৩৮ পিএম

স্বাধীনতার পরে ১৯৭৬ সাল থেকে চলতি বছরের এ পর্যন্ত মোট ৬৫৭ টি নৌদূর্ঘটনায় মৃত্যুবরণকারীর সংখ্যা  ৪ হাজার ৭১১ জন। দুর্ঘটনায় আহতের সংখ্যা ৫৩৯ এবং নিখোঁজের সংখ্যা ৪৮২ জন বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহম্মুদ চৌধুরী। আজ বৃহষ্পতিবার (১৪ নভেম্বর) জাতীয় সংসদে ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী বিগত ৪৩ বছরে ৬৫৭টি দুর্ঘটনার মধ্যে  সবচেয়ে বেশী যাত্রী মারা যায় ২০০৩ সালে। এ বছর ৩১ টি দুর্ঘটনায় ৪৬৪ জন মারা যান, এর পরে ১৯৮৬ সালে ১১টি দুর্ঘটনায় ৪২৬ জন এবং ২০০০ সালে ৯টি দুর্ঘটনায় ৩৫৩ জন মারা যান। ১৯৯৪ সালে ২৭ টি দুর্ঘটনায় ৩০৩ জন এবং ২০০২ সালে ১৭টি দুর্ঘটনায় ২৯৭ জন মারা যান। তবে ১৯৭৬ সালে কোন দুর্ঘটনা না ঘটায় কোন নিহত-আহত হন নি। চলতি বছরের জুন পর্যন্ত ১টি মাত্র দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App