×

পুরনো খবর

সংসদে স্বাস্থ্যমন্ত্রী অনুপস্থিত, আসেননি প্রশ্ন কর্তারাও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯, ০৫:০৫ পিএম

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রীর প্রশ্নোত্তোর দিয়ে সংসদের অধিবেশন শুরু করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। কিন্তু সংসদে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক অনুপস্থিত। আবার প্রথম প্রশ্নকারী মোছাঃ খালেদা খানম ( মহিলা আসন-২৭) তিনিও আসেন নি। তার হয়ে প্রশ্ন করেন আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের ওয়াসিকা আয়েশা খানম। আর তার তারকা চিহ্নিত  গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আবার পরবর্তি প্রশ্ন কর্তা ছিলেন বগুড়া-৩ আসনের এমপি মোশারফ হোসেন। কিন্তু তিনিও অনুপস্থিত। তার হয়ে প্রশ্ন করেন সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার। আবার পরবর্তি প্রশ্নকর্তা কিশোরগঞ্জ-৫ আসনের এমপি  আফজাল হোসেন, তার হয়ে স্পিকার প্রশ্ন উত্থাপণ করতে বলেন ড. রুস্তম আলী ফরাজীকে। এমনকি প্রশ্ন কর্তাদের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক সমস্যা ও অনিয়মের ওপর করা সম্পূরক প্রশ্নের জবাব দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী, যা প্রশ্নকর্তাদের মতোপূত হচ্ছিল না। আজ বিকেলে এ ধরনের অনুপস্থিতেই চলতে থাকে সংসদ। যা নিয়ে প্রশ্ন তালেন বিএনপির এমপি হারুনূর রশীদ। তিনি বলেন, স্বাস্থ্য- শিক্ষা অতি গুরুত্বপূর্ণ বিষয়। অথচ সংসদে স্বাস্থ্যমন্ত্রী অনুপস্থিত। এ সংসদের বয়স প্রায় ১ বছর অথচ প্রায় মন্ত্রীরা উপস্থিত থাকেন না। তাহলে আমরা কাদের কাছে দাবি দাওয়া ও অনিয়মের কথা তুলে ধরবো। এসময় তিনি মন্ত্রীদের তার নিজ মন্ত্রণালয়ের ওপর প্রশ্নোত্তোর দিনে উপস্থিত থাকার অনুরোধ জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App