×

খেলা

দ্বিতীয় টেস্ট ম্যাচ দেখতে কলকাতা যাবেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯, ০১:৪০ পিএম

দ্বিতীয় টেস্ট ম্যাচ দেখতে কলকাতা যাবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ নভেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট ম্যাচটি দেখতে যাবেন। পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলনে বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ বনাম ভারতের দ্বিতীয় টেস্ট ম্যাচটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আমন্ত্রণ গ্রহন করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেছেন, প্রধানমন্ত্রী ২২ নভেম্বর সকাল ৭ টার একটি ফ্লাইটে কলকাতার উদ্দেশ্যে রওনা দিবেন। ম্যাচটি উদ্বোধন করবেন এবং একই দিন সন্ধ্যায় ঢাকায় ফিরে আসবেন। তিনি আরো বলেন, এই প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইডেন গার্ডেনে কোন ম্যাচ দেখবেন। ওদিকে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চিত করেছেন যে, তিনি সৌরভ গাঙ্গুলির কাছ থেকেও আমন্ত্রণ পেয়েছেন এবং ম্যাচটি দেখার জন্য কলকাতায় যাবেন। প্রধানমন্ত্রী বলেন, সৌরভ আমাকে আমন্ত্রণ জানিয়েছে। তিনি বোর্ড সভাপতি হওয়ার সাথে সাথে আমাকে আমন্ত্রণ জানান। সৌরভ একজন বাঙালি এবং একসময়ের বিখ্যাত ক্রিকেটার। তাই আমি তাকে বলেছিলাম ম্যাচটি দেখার জন্য আমি কলকাতায় যাব। প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে তার সফরের সাথে রাজনীতির কোনও সম্পর্ক নেই। দু'দেশের মধ্যে দ্বিতীয় টেস্টটি ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে শুরু হবে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) সূত্রমতে, সিএবি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বাংলাদেশ  বনাম ভারত এর দ্বিতীয় টেস্ট ম্যাচটি দেখতে আমন্ত্রণ জানিয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রীর ভিভিআইপি বক্স থেকে খেলা দেখার দৃশ্যটি ক্রিকেট কূটনীতিক সম্পর্কের জন্য একটি আকর্ষণীয় দৃশ্য হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App