×

জাতীয়

বরিশালে আয়কর মেলার উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯, ০২:৪৫ পিএম

বরিশালে আয়কর মেলার উদ্বোধন
বরিশালে সপ্তাহব্যাপী আয়কর মেলার শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় নগরীর বরিশাল ক্লাবে ফেস্টুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বরিশাল অ লের কর কমিশনার মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র সাদিক আব্দুল্লাহ। মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ প্রধান অতিথির বক্তৃতায় ব‌লেছেন, প্রধানমন্ত্রী আজ আমাদের দেশের সম্মান-মর্যদা উন্নত বিশ্বের দাঁড় প্রান্তে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তার বাবার আদর্শ ধারন করে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার কারনেই তিনি বাংলাদেশকে উন্নতস্থানে নিয়ে যেতে সক্ষম হয়েছে। তাই তিনি সকল নাগরীকদের কর ফাকি না দিয়ে সততার সাথে সকলকে দেশের উন্নয়নের পাশে থাকার জন্য কর দেয়ার আহবান জানান। পৃ‌থিবী‌তে য‌তো দেশ আজ উন্নত হ‌য়ে‌ছে, তা‌দের দে‌শের মানুষ কর ঠিকভা‌বে প‌রিশোধ ক‌রে‌ছেন। কেউ স্ব ইচ্ছায় করুক আর সম্পদ ঠিক রাখ‌তে আইনের প্রতি শ্রদ্ধা রেখে করুক, এই ক‌রের টাকায় দে‌শের উন্নয়ন হয় এটা পরীক্ষীত। আজ প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বে দেশকে এ‌গি‌য়ে ‌নি‌য়ে যাওয়া হ‌চ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার‌নে আত্ম‌নির্ভরশীল হ‌য়ে আজ আমরা বি‌শ্বে মাথা উচু ক‌রে দাঁড়া‌তে পা‌রছি। মেয়র সা‌দিক ব‌লেন, আমরা যে যার নিজ নিজ জায়গা থে‌কে য‌দি স‌ঠিক ভা‌বে দা‌য়িত্ব পালন ক‌রি, তাহ‌লে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়‌তে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ও ডি‌জিটাল বাংলা‌দে‌শের আ‌র্কি‌টেক্ট স‌জিব ওয়া‌জেদ জ‌য়ের যে চিন্তাভাবনা, পরিকল্পনা ও প্রচেষ্টা তা সফল হ‌বে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান-বিপিএম বার, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মো. আবুল বাসার আকন। এসময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও করদাতারা উপস্থিত ছিলেন। বিভাগীয় পর্যায়ের এ মেলা চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। মেলায় কর প্রদানকারীদের জন্য ১৭ টি বুথের ব্যবস্থা রাখা হয়েছে, যা প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App