×

পুরনো খবর

প্রতি উপজেলায় এক হাজার কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্যে সেমিনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯, ০৪:৪৭ পিএম

প্রতি উপজেলায় এক হাজার কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্যে সেমিনার
"জেনে বুঝে বিদেশ যাই অর্থ সম্মান দুটোই পাই"  এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি উপজেলা হতে কমপক্ষে ১০০০জন বিদেশে পাঠানোর জন্য চাহিদার তালিকা তৈরির জন্যে দিনাজপুরের নবাবগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর) বিকেল ৩ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে এক সেমিনার অনুষ্ঠিত হয় । এতে তিনি বলেন, "বাংলাদেশিরা বিদেশে যে পরিশ্রম করছে তার অনেক কম পরিশ্রম করে বিদেশীরা তার ৩ গুন অর্থ উপার্জন করে, কারণ আমাদের দেশের কর্মীরা যথাযথ প্রশিক্ষণ না নিয়েই বিদেশে যাচ্ছে," তাই সরকার প্রতিটি কর্মীকে প্রশিক্ষণ দিয়ে পাঠানোর জন্য সচেতনতা সৃষ্টির জন্য কাজ করছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, ইউপি চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন, ওসি তদন্ত মোঃ শামছুল ইসলাম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App