×

জাতীয়

ডায়াবেটিসের চিকিৎসা হতে হবে পরিবার ভিত্তিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯, ০৪:৫৫ পিএম

ডায়াবেটিসের চিকিৎসা হতে হবে পরিবার ভিত্তিক
ডায়াবেটিস পুরো বিশ্বেই রয়েছে, কিন্তু উন্নত বিশ্বের চেয়ে উন্নয়নশীল দেশগুলোতে এ রোগের প্রকোপ বেশি। ডায়াবেটিসের চিকিৎসা হতে হবে পরিবারভিত্তিক। কারণ রোগীর একার পক্ষে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব না। এ রোগকে নিয়ন্ত্রণ করতে পরিবারের সবাইকে সহায়তা করতে হবে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সকালে বারডেম হাসপাতালের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ডায়াবেটিক সোসাইটি (বাডাস)। বাডাসের সভাপতি অধ্যাপক ডা. একে আজাদ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. জাফর আহমেদ লতিফ ও অধ্যাপক মো. ফারুক পাঠান বক্তব্য রাখেন। মন্ত্রী তাজুল ইসলাম বলেন, আমরা স্বাস্থ্যের কথা বলছি আবার মিডিয়াতে ফাস্টফুডের চমকপ্রদ বিজ্ঞাপনও প্রচারিত হচ্ছে। ফলে এসব খাবারের প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে। খেলার মাঠগুলোও আমরা নষ্ট করে ফেলছি। ফাস্টফুডের চটকদার বিজ্ঞাপন প্রচারে নিয়ন্ত্রণে আইন প্রণয়নের দাবি জানান তিনি। অধ্যাপক ডা. একে আজাদ খান বলেন, দেশে এইডস, য²া এবং ম্যালেরিয়ায় যত মানুষ আক্রান্ত হয়, তার চেয়েও অনেক বেশি আক্রান্ত হয় ডায়াবেটিসে। বর্তমানে ৭০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। বহুলাংশে প্রতিরোধযোগ্য হলেও ডায়াবেটিস নিয়ে যে সচেতনতা তৈরির কথা ছিল তা হয়নি। এটা আমরা যারা ডায়াবেটিস নিয়ে কাজ করি তাদের ব্যর্থতা। অধ্যাপক ডা. ফারুক পাঠান বলেন, চিকিৎসা বিজ্ঞানীদের মতে, এই রোগের ব্যবস্থাপনায় দুটি বিষয়ের ওপর জোর দিতে হয়। প্রথমত, যাদের ডায়াবেটিস হয়নি তারা যেন ডায়াবেটিসমুক্ত থাকতে পারেন সেজন্য আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ। আর যারা ইতোমধ্যেই আক্রান্ত হয়েছেন তাদের রক্তের শর্করা নিয়ন্ত্রণ করা এবং ডায়াবেটিসজনতি যেসব জটিলতা সৃষ্টি হয় তার থেকে দূরে থাকতে হবে। দিবসটি উপলক্ষে সকালে শাহবাগ থেকে একটি র‌্যালি বের হয়। এতে সমিতির বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন। এছাড়া, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় করা হয়। অনুষ্ঠিত হয় রোগী ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। অপরদিকে দিবসটি উপলক্ষে মগবজার নিজস্ব ভবনে সকাল থেকে বিকাল পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ইনসাফ বারাকাহ হাসপাতাল কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App