×

সাময়িকী

জোড়া শঙ্খ ও সেফটিপিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯, ০৮:১৩ পিএম

হাতছানি দিয়ে ডাকে সমুদ্রের লোনা জল বুকপকেটে সেফটিপিন দিয়ে রাখা বাতাস উড়ে চলে আসে বিছানা বালিশের পাশে চোখ বন্ধ করে তখন থেটিসের কান্না শুনি সমুদ্রের নীল জলের ভেতর লুকোচুরি খেলে কয়েকটা মুক্তো ঝরানো শুক্তি অথবা পাথর অথবা কয়েকটা ঘাসফড়িং ভীষণ ওড়াউড়ি সোনালি মৌমাছিদের মধু আহরণের খেলা সাঙ্গ হলে ঝিমিয়ে পড়ে রুপালি বালুর সৈকত আকাশে এক মেঘবালিকা দূর থেকে ডাকে দূর দেশেই মেঘের ভেলায় সে অপেক্ষা করে একটি শঙ্খ অথবা একজোড়া সাদা মুক্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App