×

সাময়িকী

ওঁর প্রাণশক্তি আমাকে স্পর্শ করত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯, ০৯:১৪ পিএম

ওঁর প্রাণশক্তি আমাকে স্পর্শ করত

বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল নবনীতা দেবসেন। কাব্যগ্রন্থ ‘প্রথম প্রত্যয়’ দিয়ে শুরু হলেও উপন্যাস, গদ্য, ছোটগল্প, ভ্রমণকাহিনী, প্রবন্ধ, রম্যরচনা-সাহিত্যের প্রায় প্রতিটা ক্ষেত্রেই তাঁর ছিল অবাধ বিচরণ। লিখেছেন ছোটদের জন্যও। বাংলা সাহিত্যের প্রথম নারী কবি চন্দ্রাবতীকে রামায়ণ রচনা নিয়ে গবেষণার কাজেই যেমন খুঁজে পেয়েছিলেন নবনীতা, তেমনই মোল্লা নামের সাধারণ পরিবার থেকে উঠে আসা তেলেগু ভাষার কবির সাহিত্য কীর্তিও খুঁজে বার করেছিলেন তিনি। আত্মজীবনীমূলক রম্যরচনা ‘নটী নবনীতা’র জন্য ১৯৯৯ সালে ভারতের সাহিত্য আকাদেমী সম্মান পান, পরের বছর ভারত সরকার তাকে দেন ‘পদ্মশ্রী’ সম্মান। ২০০০ সালে গড়ে তুলেছেন নারী লেখিকাদের নিজস্ব গোষ্ঠী ‘সই’। সম্ভবত বিশ্বের প্রথম নারী লেখিকা, প্রকাশকদের নিয়ে ‘সইমেলা’ নামে নারী বইমেলা নবনীতা দেবসেনেরই সৃষ্টি। ভারতের এই কবি গত বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন। তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা...

নবনীতা ছিলেন বহুপ্রজ সাহিত্যিক ও কবি। বাংলা সাহিত্যের বহু শাখায় তাঁর বিচরণ। এরকম আর পাওয়া যাবে না। কবিতা-গল্প-উপন্যাস-ভ্রমণ কাহিনী লিখেছে। ছোটদের জন্য রূপকথা রচনায় অসামান্য অবদান তাঁর। রূপকথা বেশি লেখেনি, অল্পই লিখেছে। কিন্তু যেটুকু লিখেছে তা চমৎকার। বাল্যকাল থেকেই নবনীতা হাঁপানিতে ভুগত। ওটা ওর মায়ের থেকে পাওয়া। কিন্তু অসুস্থতাকে পাত্তা না-দিয়ে, গুরুত্ব না-দিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়িয়েছে। আলাস্কার মতো ঠাণ্ডার জায়গায় চলে যেত। একা একা কত জায়গায় ঘুরেছে। কুম্ভ মেলায় গিয়েছে। যখনই কাছাকাছি বসে আমরা কথাবার্তা বলতাম- ওঁর প্রাণশক্তি আমাকে স্পর্শ করত। ভাবতাম, নবনীতা তো সব কিছুকেই অগ্রাহ্য করতে পারে! একে হাঁপানি, তারপর ক্যান্সার হয়েছে তা সত্ত্বেও নবনীতা দমে যায়নি। সব মিলিয়ে মিশিয়ে ডায়নামোর মতো অফুরন্ত মানসিক শক্তির আধার ছিল তাঁর ভেতরে। সেই শক্তি বা মনোবল সাংঘাতিক। ক্যান্সার হওয়ার পরেও আমি দেখেছি নবনীতা বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে, নানা সাহিত্য উৎসবে অংশগ্রহণ করছে। আমি অবাক হয়ে যেতাম। সাহিত্যিক হিসেবে সহজ গল্পকে সহজভাবে বলবার এমন সহজ ভঙ্গি খুব কম লেখকেরই ক্ষমতায় কুলোয়। নবনীতার চলে যাওয়াটা ঠিক সহ্য করার মতো নয়। খুবই দুঃখ হচ্ছে। খুবই বেদনা হচ্ছে। খুব অভাববোধ হচ্ছে। নবনীতার চলে যাওয়াটা আমার কাছে ব্যক্তিগতভাবে অপূরণীয় ক্ষতি। বাংলা সাহিত্যের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App