×

শিক্ষা

ফরম পুরণে ‘চাঁদাবাজির’ সত্যতা পেলেন ইউএনও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯, ০৪:২৬ পিএম

ফরম পুরণে ‘চাঁদাবাজির’ সত্যতা পেলেন ইউএনও

দাদপুর সাহেবগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়।

এসএসসির ফরম পুরণে ‘গলাকাটা’ ফি শিরোনামে ১৩ নভেম্বর দৈনিক ভোরের কাগজ অনলাইন সংস্করণ প্রকাশিত সংবাদের সত্যতা পেলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীমুর রহমান। এ ব্যাপারে তিনি ভোরের কাগজকে বলেন, প্রাথমিকভাবে অতিরিক্ত টাকা নেয়া ও অকৃতকার্য পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দেয়ার প্রমাণ পাওয়া গেছে। তদন্তে প্রাথমিকভাবে সকল অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রতিবেদনটি জেলা প্রশাসক মহোদয়ের নিকট প্রেরণ করা হবে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দাদপুর সাহেবগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়টিতে তদন্তে যান ইউএনও। ইতোমধ্যে এসএসসি ফরম পূরণে চাঁদাবাজি শিরোনামের সংবাদটি ভাইরাল হয়ে গেছে। পরীক্ষার্থীরা অভিযোগ করে বলেন, নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের সুযোগ দিয়ে চার থেকে ৭ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেয়া হচ্ছে। বিজ্ঞান বিভাগে নেয়া হচ্ছে ৩ হাজার ৩৫৫টাকা। মানবিক বিভাগে নেয়া হচ্ছে ৩ হাজার ২৩৫টাকা। এর সাথে অতিরিক্ত ক্লাসের জন্য বাড়তি আরো ১ হাজার টাকা আদায় করা হচ্ছে। ইতোমধ্যে বাধ্য হয়েই অনেকে ফরম পূরণ করেছে। রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক ২০২০ সালে এসএসসি পরীক্ষার ফি বিজ্ঞান বিভাগে ১৯৭০টাকা ও মানবিক বিভাগে ১৮৫০ টাকা নির্ধারিত থাকলেও তা মানা হয়নি। এ বিষয়ে বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল লতিফ বলেন, নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা নেয়া হচ্ছেনা। অতিরিক্ত ক্লাসের বিষয়ে তিনি জানান এটা নিয়ম মেনেই নেয়া হচ্ছে। গত বুধবার (১৩ নভেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে জানা গেছে, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দাদপুর সাহেবগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহনের জন্য ১০৯ জন শিক্ষার্থীর মধ্যে ২২ জন সকল বিষয়ে কৃতকার্য হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App