×

সাহিত্য

এবার বাতাস উঠুক, তুফান ছুটুক...

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯, ০২:০৩ পিএম

এবার বাতাস উঠুক, তুফান ছুটুক...
এবার বাতাস উঠুক, তুফান ছুটুক...
এবার বাতাস উঠুক, তুফান ছুটুক...
এবার বাতাস উঠুক, তুফান ছুটুক...
এবার বাতাস উঠুক, তুফান ছুটুক...
এবার বাতাস উঠুক, তুফান ছুটুক...

প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ গুলতেকিন খানকে ছেড়ে হঠাৎ করেই মেহের আফরোজ শাওনকে বিয়ে করেছিলেন। নানা আলোচনা আর বিতর্কের ঝড় থেমে আসার পর একেবারে আড়ালে চলে গিয়েছিলেন গুলতেকিন।

সন্তানদের আকড়ে নীরবে নিভৃতে জীবন কাটাচ্ছিলেন বহু শীত-বসন্তের নিঃসঙ্গতায় দগ্ধ হয়ে। এরপর সেই নিঃসঙ্গতা তাকে শব্দ আর ছন্দ দিয়েছে। সেসব ছন্দ আর শব্দে নীরবতা ভেঙে লিখতে শুরু করেছেন। বছর কয়েক আগে তাই আলোচনায় উঠে আসেন কবিতার বই নিয়ে। দারুণ রোমান্টিক লেখায় ভরতে থাকে তার ডায়েরি।

গত ২৫ অক্টোবর গুলতেকিন তার ফেসবুক পেজে যৌথ ঘোষণা শিরোনামে একটা স্ট্যাটাস দেন। তাদের লেখেন ‘এবার বাতাস উঠুক তুফান ছুটুক’। এরপর থেকেই কিছুটা আচ করতে পারেন ভক্ত, প্রিয়জন কাছের মানুষেররা। অভিনন্দন আসতে থাকে।

গত ৫ নভেম্বর আফতাব আহমেদ তার ফেসবুকে (ইংরেজিতে) স্ট্যাটাস দেন, ‘তিনি আমাকে তার সামনে বসালেন এবং আমার হাতে হাত রেখে বললেন, ‘প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ পেতে হবে। কিন্তু আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। আমি নিঃশ্বাস নিতে চাই। তবে নিশ্চিত নই ভবিষ্যৎ কোন নিয়তিতে গাঁথা।’

এমনি নানা কথার ঝড় থামলে জানা গেল কবি আফতাব আহমেদকে নিয়ে নতুন জীবন শুরু করেছেন গুলতেকিন। পরিবার, স্বজন আর সন্তানদের ইচ্ছেতেই নিঃসঙ্গ আর নিস্তব্ধতা কাটিয়ে নতুন জার্নিটা শুরু হয়েছে। অভিনন্দন বার্তায় ভরে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম।

হুমায়ূন-গুলতেকিন দম্পতির বড় ছেলে নুহাশও খুলে বললেন, মা সবসময়ই আমাদের কাছে আইডল। নিজে থেকে মায়ের বিয়ে দিয়েছি। এটা নারীদের জন্য নতুন একটা দ্বার উম্মোচন হলো বলতে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App