×

পুরনো খবর

এক অর্থ বছরে বেসিক ব্যাংকের ১০৩ কোটি ৬৮ লাখ টাকা নয়ছয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯, ০৪:২৬ পিএম

শুধুমাত্র ২০১২-১৩ অর্থ বছরে বিভিন্ন অনিয়মের ফলে বেসিক ব্যাংকের ১০৩ কোটি ৬৮ লাখ ৭০ হাজার টাকা নয়ছয় হয়েছে বলে জানিয়েছে জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি।  বেসিক ব্যাংক লিমিটেড ২০১২-১৩ অর্থ বছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর বার্ষিক অডিট রিপোর্ট ২০১৩-১৪এ অন্তর্ভুক্ত ৭টি ওডিট আপত্তিতে এ অর্থ নয়ছয়ের তথ্য ধরা পড়েছে। আজ বৃহষ্পতিবার (১৪ নভেম্বর) জাতীয় সংসদে অনুষ্ঠিত সংসদীয় কমিটির সভাপতি রুস্তম আলী ফরাজী-এর সভাপতিত্বে কমিটির সদস্য আবুল কালাম আজাদ, আব্দুস শহীদ, আফছারুল আমীন, শহীদুজ্জামান সরকার, মনজুর হোসেন, আহসানুল ইসলাম (টিটু), ওয়াসিকা আয়েশা খান ও জাহিদুর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়,  গ্রাহকের পূর্বের দায়-দেনার পরিস্থিতি সন্তোষজনক না হওয়া সত্ত্বেও পুনরায় চলতি মূলধন বৃদ্ধিসহ অন্যান্য ঋণ সুবিধা দেয়ায় ব্যাংকের ক্ষতি ৪০  কোটি ৮৭ লক্ষ টাকা, ক্রয়কৃত আইবিপি বা লোকাল বিলের অনাদায়ী অর্থ কু-ঋণে পরিণত হওয়ায় ক্ষতি  ৩ কোটি ৮৩ লাখ ১ হাজার টাকা, গ্রাহক নির্বাচন সঠিক না হওয়ায় বারবার মালিকানা হস্তান্তর অপর্যাপ্ত জামানতের ভিত্তিতে ঋণ বিতরণ এবং ফোর্সড লোন ও পিসি ঋণ টার্ম লোনের সাথে একীভূত করে পুনঃতফসিল করা সত্ত্বেও এর মেয়াদী ঋণের ৫ কোটি ৭৩ লাখ ৯৫ লক্ষ টাকা অনাদায়, গ্রাহকের অনুকুলে ক্রয়কৃত রপ্তানি বিলের (ইনল্যান্ড) অর্থ আদায়ে ব্যর্থতায় আর্থিক ক্ষতির সম্মুখীন ৪০ লাখ ৪৫ হাজার টাকা, একই ব্যক্তিকে একাধিক সিসি (হাইপো) ঋণ প্রদান করলেও ঋণের উদ্দেশ্য অনুসারে ঋণের ব্যবহার নিশ্চিত না হওয়ায় তথা বর্তমানে স্টকে কোন মালামাল না পাওয়ায় আদায়ে ঝুঁকি এবং ব্যাংকের ক্ষতি ২২ লাখ ৯৬ হাজার টাকা, ঋণ গ্রহীতা ও ব্যাংকের যোগসাজশে ডেইরি ফার্ম নির্মাণ না করে ঋণ উত্তোলন করে অর্থ আত্মসাৎ করায় ব্যাংকের ৫৫ লাখ ২৩ হাজার টাকা ক্ষতি, এলটিআর ঋণের শর্ত মোতাবেক অর্থ পরিশোধ না করা সত্ত্বেও পুনঃপুন পরিশোধ সীমা বৃদ্ধি, অনিয়মিতভাবে ওভারড্রাফট ঋণ মঞ্জুর ও ওডি হিসাব হতে এলটিআর ঋণ সমন্বয় এবং সাশ্রয়ী সুদ হারের সুবিধা ভোগ করা সত্ত্বেও সীমাতিরিক্ত দায় সৃষ্ট হওয়ায় ৫২ কোটি ৬ লাখ ১১ হাজার টাকা ক্ষতি- সর্বমোট ৭ টি আপত্তির বিষয়ে এ অর্থ নয়ছয় বা ক্ষতির বিষয়টি ধরা পড়ে। বৈঠকে ৩টি আপত্তি নিষ্পত্তির বিষয়ে সিদ্ধান্ত হয়। অনিষ্পন্ন আপত্তিসমূহের ক্ষেত্রে অনাদায়ী অর্থ আদায় এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবার কথা বলে কমিটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App