×

শিক্ষা

ইবির ‘এ’ ইউনিটে জিরো থেকে হিরো!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯, ০৬:৪৫ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফলাফলে সংশোধন আনা হয়েছে। মেধা তালিকায় না থাকা মোহাম্মাদ আবু সাঈদ নামের এক শিক্ষার্থীর উত্তরপত্র পুনঃমুল্যায়নে সে তালিকায় অষ্টম স্থান অধিকার করেছেন। এছাড়া আবু সাঈদসহ অকৃতকার্য আরো দুই শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পেয়েছে। সংশোধনকৃত এসব ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে, গত ১২ নভেম্বর বিকেলে ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়। ফলাফল প্রকাশ হওয়ার পর মোহাম্মাদ আবু সাইদ নামের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পেজে তার ফলাফল শিটের স্ক্রিনশটসহ একটি পোস্ট দেয়। ওই শিক্ষার্থীর ভর্তি পরীক্ষার অ্যাপ্লিকেন্ট আইডি: এ-১৯১১৪১২, রোল: ২০৩১। পোস্টে প্রদানকৃত ওই শিক্ষার্থীর উত্তরপত্রের প্রাপ্ত নম্বর ৮৩.৫। যেখানে সে এমসিকিউতে ৪৫.৫ এবং লিখিত পরীক্ষায় ০ (শূন্য) পেয়েছে। লিখিত পরীক্ষায় শূন্য পাওয়ায় ওই শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পাননি। ফলে তার থেকে কম নম্বর পেয়েও অনেক শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পান। এতে ওই শিক্ষার্থীর দাবি তার লিখিত পরীক্ষা ভালো হয়েছে। লিখিত ২০ নম্বরে কমপক্ষে সে ১০ পাবে।

জানা যায়, ওই শিক্ষার্থীর অভিযোগ আমলে নিয়ে পুনরায় উত্তরপত্র পুনঃমুল্যায়ন করে সংশ্লিষ্ট ইউনিট কর্তৃপক্ষ। উত্তরপত্র পুনঃমুল্যায়নে ওই শিক্ষার্থী লিখিত পরীক্ষায় ১০ পেয়ে মেধা তালিকায় ৮ম স্থান অধিকার করেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা টেকনিক্যাল উপ কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ সাংবাদিকদের বলেন, ‘সংশ্লিষ্ট ইউনিট কর্তৃক উত্তরপত্র নিরীক্ষণে কিছু ভুল থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। তবে উত্তরপত্র পুনঃমুল্যায়ন করে বিষয়টি সংশোধন করা হয়েছে।’

পুনঃমুল্যায়নে অকৃতকার্য হওয়া আরো দুই শিক্ষার্থী মেধাতালিকায় স্থান পেয়েছে বলেও জানা গেছে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিন সাপ্তাহিক ছুটি থাকায় তাদের বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে ফলাফল পুনঃমুল্যায়ন করে তিন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর অনুযায়ী তাদেরকে মেধা তালিকায় রাখা হয়। পাশাপাশি মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের নতুন করে তালিকা প্রস্তুত করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। একইসাথে মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে নতুনভাবে মেধা তালিকায় স্থান প্রাপ্তদের ফলাফল জানানো হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট ইউনিট কর্তৃপক্ষ।

এ বিষয়ে ‘এ’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. লোকমান হোসেন সাংবাদিকদের বলেন, ‘টেকনিক্যাল সমস্যার কারনে ফলাফলে একটু ত্রুটি হয়েছিলো। বিষয়টি সংশোধন করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App