×

জাতীয়

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯, ০১:০৫ পিএম

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

ফাইল ছবি

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ডায়াবেটিস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) উদ্যোগে ঢাকাসহ সারাদেশে এক লাখের বেশি মানুষের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, দেশে প্রতি চার জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত। আর ডায়াবেটিসে আক্রান্ত অর্ধেক রোগীই জানেন না তাদের এ রোগ আছে। বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রাক্কালে গতকাল বুধবার সকালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান। সকালে বারডেম হাসপাতালে এই সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে বর্তমানে ৭৩ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। যাদের প্রায় অর্ধেকই নারী। এ ছাড়া বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ১০০ জনের মধ্যে ২০ জন গর্ভবতী নারীই গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হন, যাদের ৬৫ শতাংশই পরবর্তীকালে টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত হন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘আসুন, প্রতিটি পরিবারকে ডায়াবেটিসমুক্ত রাখি’ প্রতিপাদ্য নিয়ে আজ ১৪ নভেম্বর পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালি, বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগীদের আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব, আলোচনা সভা, বিনামূল্যে ডয়াবেটিস নির্ণয়, হ্রৃাসকৃত মূল্যে হার্ট ক্যাম্প, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এ ছাড়া মগবজার নিজস্ব ভবনে আজ বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ইনসাফ বারাকাহ হাসপাতাল কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App